Search
Close this search box.
Search
Close this search box.

প্রবাসী শ্রমিকদের নিয়ে ধারাবাহিক মাগো তোমার জন্য

সিউল, ১৯ জানুয়ারি ২০১৪:

বেশ কয়েক বছর আগে বিভিন্ন দেশের প্রবাসী শ্রমিকদের নিয়ে ধারাবাহিক নাটক ‘তোমার দোয়ায় ভালো আছি মা’ নির্মাণ করেছিলেন অভিনেতা ও নাট্যনির্মাতা মাহফুজ আহমেদ। এবার সে নাটকেরই সিকুয়াল নির্মাণ করলেন তিনি। প্রসূন রহমানের রচনায় নতুন ধারাবাহিকটির নাম ‘মাগো তোমার জন্য’। ২১ জানুয়ারি থেকে এটিএন বাংলায় সম্প্রচার হবে এটি। সিকুয়াল এ ধারাবাহিক প্রতি মঙ্গল থেকে বৃহস্পতিবার রাত ৯টা ২০ মিনিটে প্রচার হবে।

chardike-ad
মাগো তোমার জন্য নাটকে ডলি জহুর
মাগো তোমার জন্য নাটকে ডলি জহুর

প্রয়োজন অনুযায়ী কর্মসংস্থানের অভাব, বেকারত্ব ও হতাশা থেকে মুক্তি, সংসারে স্বাচ্ছন্দ্য আনার প্রয়োজন, একটু বাড়তি আয়ের স্বপ্ন— এমনই নানা কারণে অভিবাসী শ্রমিক হয়ে দেশ ছাড়ে হাজারো তরুণ-যুবা। অনেক কিছু বিসর্জন দিয়ে তারা পাড়ি জমায় বিদেশে। কিন্তু জীবনসংগ্রাম সেখানেই শেষ হয় না। বিদেশে পাড়ি জমানো সেসব শ্রমিকের জীবনের নানা টানাপড়েন, সংকট, অমানবিক কষ্ট ও সংগ্রামের গল্প নিয়েই তৈরি হয়েছে মাগো তোমার জন্য। নতুন এ ধারাবাহিক চিত্রায়িত হয়েছে বাংলাদেশের কয়েকটি জেলায় ও মধ্যপ্রাচ্যের কাতারে। এতে অভিনয় করেছেন— ডলি জহুর, তানভিন সুইটি, রুনা খান, নোভা, অর্ষা, দিহান, তমালিকা কর্মকার, ভাবনা, মীর সাব্বির, ফজলুর রহমান বাবু, সাঈদ বাবু, মাজনুন মিজান, সিদ্দিক, বাবর, ফারুক আহমেদ, অলিউল হক রুমি, শর্মি মালা, শামীমসহ বেশ কয়েকজন আরব ভাষাভাষী অভিনেতা ও এশিয়ার নানা দেশের অনেক শ্রমিক। সূত্রঃ বণিকবার্তা।