Search
Close this search box.
Search
Close this search box.

পরমাণু নিয়ে আলোচনা অব্যাহত থাকবে : পিয়ংইয়ং সফর শেষে পম্পেও

pampioমার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেছেন, উত্তর কোরিয়ার সঙ্গে পরমাণু ইস্যুতে তার দেশের আলোচনা অব্যাহত থাকবে। রাজধানী পিয়ংইয়ংয়ে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে বৈঠকে পর দক্ষিণ কোরিয়ায় পৌঁছে তিনি একথা বলেছেন।

গত জুন মাসে সিঙ্গাপুরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং কিম জং উনের মধ্যে বৈঠকের পর এ ইস্যুতে দু দেশের মধ্যে সৃষ্ট অচলাবস্থা দূর করতে পম্পেও আজ (রোববার) পিয়ংইয়ং সফর করেন। উত্তর কোরিয়া থেকে দক্ষিণ কোরিয়ায় পৌঁছার পরপরই পম্পেও টুইটারে একটি ছবি পোস্ট করেছেন যাতে কিম জং উনের সঙ্গে তাকে হাঁটতে দেখা যাচ্ছে।

chardike-ad

টুইটারে পম্পেও বলেছন, “উত্তর কোরিয়ায় ভালো সফর হয়েছে এবং কিম জং উনের সঙ্গে বৈঠক হয়েছে। সিঙ্গপুরে যে চুক্তি হয়েছিল তার অগ্রগতির জন্য আমরা চেষ্টা অব্যাহত রাখব।”

উত্তর কোরিয়ার পরমাণু কর্মসূচি বন্ধ করার মিশন নিয়ে তিনি এ সফরে গেছেন। তবে উত্তর কোরিয়া আগেই ঘোষণা করেছে, আমেরিকা একই ধরনের পদক্ষেপ নিলে তবেই কেবল পরমাণু কর্মসূচি বন্ধ করা হবে।