মঙ্গলবার । ডিসেম্বর ১৬, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক আন্তর্জাতিক ২৩ জানুয়ারী ২০১৪, ৯:৪৬ অপরাহ্ন
শেয়ার

২০৩৫ সাল নাগাদ কোনো দেশ গরীব থাকবে না


সিউল, ২৩ জানুয়ারি ২০১৪:

বিশ্বের অন্যতম শীর্ষ ধনী এবং মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস জানিয়েছেন আগামী ২০৩৫ সাল নাগাদ পৃথিবীতে কোনো দেশ আর গরীব থাকবে না। মৃত্যু হার কম, আয়ের পরিমাণ বেশি এবং উন্নয়ন সূচক বৃদ্ধি পাওয়ায় তিনি আশা করছেন পৃথিবীতে আর কোনো গরীব দেশ থাকবে না।

image_65262_0গত মঙ্গলবার নিজের দাতব্য সংস্থা ‘বিল মেলিন্ডা ফাউন্ডেশন’ এর বার্ষিক নিউজ লেটারে এই আশার কথা জানান বিল গেটস।

২৫ পৃষ্ঠার এই নিউজ লেটারে তিনি বলেন, “আমি যথেষ্ট আশাবাদী। যেভাবে উন্নয়ন বাড়ছে তাতে আমি ভবিষ্যদবাণী করতে চাই যে আগামী ২০৩৫ সাল নাগাদ পৃথিবীর কোনো দেশ আর গরীব থাকবে না।”

বিল জানান, উন্নয়নশীল দেশগুলো উন্নত দেশে পরিণত হয়েছে। সেই অনুযায়ী গরীব দেশগুলো খুব বেশিদিন আর গরীব থাকবে না।

তিনি বলেন, “পৃথিবী এখন আগের যেকোনো সময়ের চেয়ে ভাল জায়গা। মানুষের আয়ু বেড়েছে, জীবন হয়েছে সুস্থ। গত ২৫ বছরে চরম দরিদ্র মানুষের সংখ্যা কমে অর্ধেক হয়েছে। শিশুর মৃত্যুহার কমে এসেছে। যেসব দেশ সাহায্যের ওপর নির্ভর করে চলত এখন তাদের অনেকেই স্বনির্ভর।”
সূত্র: এনবিসি নিউজ।