মালয়েশিয়ায় লিফটের একটি অংশ ছিঁড়ে নিচে পড়লে তাতে পিষ্ট হয়ে এক বাংলাদেশি কর্মীর মৃত্যু হয়েছে। দেশটির সেরি মানজুং নামক এলাকার একটি নির্মাণাধীন ভবনে এ দুর্ঘটনা ঘটে। নিহত বাংলাদেশির পরিচয় জানা যায়নি।
জানা গেছে, সোমবার (২৪ ডিসেম্বর) ভবনটির তৃতীয়তলা থেকে লিফটের একটি অংশ ছিঁড়ে নিচে পড়ে যায়। সে সময় ওই বাংলাদেশি মেঝেতে কাজ করছিলেন।
সেরি মানজুং ফায়ার অ্যান্ড রেসকিউ স্টেশন অপারেশন প্রধান জাবুদিন মাত রোজ জানান, সোমবার বিকেল ৪টা ৪০ মিনিটে তারা এ ঘটনার খবর পান।
ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে লিফটের দণ্ডের প্রায় ৩.৬ মিটার গভীর থেকে অচেতন অবস্থায় বাংলাদেশিকে উদ্ধার করে। ঘটনাস্থলেই তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসাকর্মীরা।