Search
Close this search box.
Search
Close this search box.

এবার কাঁটাতারে ঝুলল বাংলাদেশি যুবকের লাশ

india-bd
ফাইল ছবি

দুজনকে গুলি করে হত্যার সাত দিন পর এবার ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় মো. বাবু (২১) নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। সোমবার বিকালে এবার ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ধর্মগড় ও জগদল সীমান্তের ৩৭৩/ ২-এস পিলারের বিপরীতে এ ঘটনা ঘটে। তার লাশ কাঁটাতারে ঝুলছিল।

নিহত বাবু হরিপুর উপজেলার গেদুরা ইউপির মরাধার গ্রামের একরামুল হকের ছেলে। এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন রাণীশংকৈল থানা ওসি আবদুল মান্নান।

chardike-ad

স্থানীয়রা জানান, ভারতের পানিপথ এলাকার নারায়ণ চন্দ্রের ইটভাটায় শ্রমিকের কাজ করছিল বাবু। কাজ শেষে সোমবার বিকালে বাড়ি ফেরার পথে বাংলাদেশের ধর্মগড় ও জগদল সীমান্তের ৩৭৩/ ২-এস পিলারের বিপরীতে ভারতের শ্রীপুর বিএসএফের জওয়ানরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলে ওই যুবক মারা যান। তার লাশ সীমান্ত কাঁটাতারের বেড়ায় ঝুলছিল।

বিজিবির ঠাকুরগাঁও-৫০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তুহিন মোহাম্মদ মাসুদ জানান, খবর জেনেছি। তবে এ বিষয়ে দুদেশের সীমান্তরক্ষী বাহিনীদের মধ্যে পতাকা বৈঠক ডাকা হয়েছে।