Search
Close this search box.
Search
Close this search box.

বিসিকে’র আনুষ্ঠানিক শপথ গ্রহণ

সিউল, ২৩ ফেব্রুয়ারী, ২০১৪:

বাংলাদেশ কমিউনিটি ইন কোরিয়া (বিসিকে)’র নির্বাহী কমিটির শপথগ্রহণ অনুষ্ঠান আজ সিউলে অনুষ্ঠিত হয়েছে। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন বিসিকে’র প্রধান উপদেষ্টা সিউলস্থ বাংলাদেশের রাষ্ট্রদূত এনামুল কবির। বিসিকে’র সাধারণ সম্পাদক এম এন ইসালামের পরিচালনায় সভাপতিত্ব করেন বিসিকে’র সভাপতি আবুবকর সিদ্দিক রানা।

chardike-ad

1658372_10203171654474894_264102140_oশপথ অনুষ্ঠানের পর বিসিকে’র কার্যনির্বাহী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে চারজন বিশিষ্ট নাগরিককে উপদেষ্টা হিসেবে প্রস্তাব করা হয়। বিসিকে’র কার্যক্রম ত্বরান্বিত করার জন্য সর্বসম্মতিতে আটটি উপকমিটি গঠন করা হয়।

আগামী মাসে স্বাধীনতা দিবস উৎযাপন ও এপ্রিলে পহেলা বৈশাখ উৎযাপনের জন্য বিস্তারিত আলোচনা করা হয় বৈঠকে।

আটটি উপকমিটির সদস্যবৃন্দরা হলেন
অর্থবিষয়ক উপকমিটি-ছোটন আহমেদ,আরিফুল ইসলাম আরিফ, মনির হোসাইন এবং আঃ খালেক
ব্যবসা উন্নয়ন ও পরিকল্পনা বিষয়ক উপকমিটি-কিম সিরাজী রবিন, হারুনার রশীদ হিরন এবং ফাইজ আহমেদ মুসলিম
প্রচার ও প্রকাশনা বিষয়ক উপকমিটি– সরওয়ার কামাল, আব্দুর রহিম, এলান খান চৌধুরী, রসি কামাল এবং গোলাম হাফিজ
সাংস্কৃতিক বিষয়ক উপকমিটি– মিজানুর রহমান মিজান, কে এম আসাদুজ্জামান আসাদ এবং মোহাম্মদ হোসাইন,
সমাজ কল্যাণ বিষয়ক উপকমিটি– হাসান শিমুল ( এক্সেল), হাসিবুল কবীর হাসিব, মনিরুজ্জামান মিলন এবং আকিল উদ্দিন আহমেদ
কর্মসংস্হান বিষয়ক উপকমিটি– এম জামান সজল, কাজী সাইফুল করিম সুইট, ইমন রহমান এবং আনোয়ার হোসেন
শিক্ষা ও উন্নয়ন বিষয়ক উপকমিটি- মোহাম্মদ আব্দুল্লাহ-আল-ওয়াদুদ (সুজন),জালাল আহমেদ এবং সিরাজুল মোমিন প্রিন্স
সেক্রেটারিয়েট বিষয়ক উপকমিটি– মোঃ আল আমিন, আহসান উল্লাহ এবং হিজবুল আলম