শনিবার । ডিসেম্বর ২০, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক প্রবাস ২ মার্চ ২০১৪, ১০:৪০ অপরাহ্ন
শেয়ার

প্রবাসে সাংবাদিকতা শীর্ষক দিনব্যাপী কর্মশালা


ফারুক আহমেদ, সিউল, ২ মার্চ, ২০১৪:

প্রবাসীদের কল্যাণে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বাংলা টেলিগ্রাফ কোরিয়ার প্রবাসীদের কল্যাণে কাজ করে যাচ্ছে। আজ ‘প্রবাসে সাংবাদিকতা’ শীর্ষক দিনব্যাপী কর্মশালায় আলোচকরা এসব কথা বলেন। সিউলের কনকুক বিশবিদালয়ে এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে কোরিয়ার অনলাইন পত্রিকা বাংলা টেলিগ্রাফ।

1973543_673092372755270_1734396247_o

কর্মশালায় আলোচকরা আরো বলেন “কোরিয়ার প্রবাসীদের ভাষাগত ও সংস্কৃতিগত সমস্যা সমাধানে বাংলা টেলিগ্রাফের ভূমিকা আরো বৃদ্ধি করা উচিত। বিশেষ করে কোরিয়ায় ইপিএস কর্মীদের বিভিন্ন সমস্যা সমাধানে প্রচলিত পত্রিকার ভূমিকার বাইরে এসে বাংলা টেলিগ্রাফের একটি কমিউনিটির দায়িত্ব পালন করা উচিত।

উক্ত কর্মশালায় সংবাদ সংগ্রহ, সংবাদ পরিবেশন ও আধুনিক সাংবাদিকতাসহ বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। কর্মশালায় বিভিন্ন বিষয়ে আলোচনা করেন ডঃ জালাল আহমেদ, মোহাম্মদ আল আমিন, এলান খান চৌধুরী, রমজান আলী জীবন, ফারুক আহমেদ, রেজাউল করিম, আসাদুজ্জামান আসাদ, সাইফুল ইসলাম, আর কে রেজা এবং তানভীর হাসান হেলাল। কর্মশালাটি পরিচালনা করেন বাংলা টেলিগ্রাফ সম্পাদক সরওয়ার কামাল।