Search
Close this search box.
Search
Close this search box.

আবারো বিরল প্রজাতির নীল গাই উদ্ধার

blue-cowনওগাঁর পত্মীতলা উপজেলার নির্মইল ইউনিয়নের কালুপাড়া সীমান্তের একটি আম বাগান থেকে বিরল প্রজাতির নীল গাই (গরু) উদ্ধার করা হয়েছে। সোমবার ভোরে নীল গাইটি উদ্ধার করা হয়।

জানা গেছে, ভারতী-বাংলাদেশের কালুপাড়া সীমান্ত পার হয়ে নীল গাইটি পত্মীতলা উপজেলার কানুপাড়া গ্রামের একটি আম বাগানে চলে আসে। ভোরে স্থানীয়রা নীল গাইটি দেখতে পেয়ে ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদকে খবর দেন। খবর পেয়ে ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ ও ইউপি সদস্য ও গ্রামবাসীর সহযোগিতায় আমবাগান থেকে নীল গাইটি উদ্বার করে ইউনিয়ন পরিষদে নিয়ে আসেন।

chardike-ad

নিরমইল ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ জানান, বিষয়টি পত্মীতলা উপজেলা নির্বাহী অফিসারকে জানানো হয়েছে। তিনি রাজশাহী বিভাগীয় ফরেস্ট ও বন্যপ্রাণী কর্তৃপক্ষকে জানিয়েছেন।

জেলা বন কর্মকর্তা জিল্লুর রহমান জানান, একটি নীলগাইটি উদ্ধার হওয়ার খবর পেয়ে কর্মকর্তাসহ আমরা ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছি। ঊধ্বর্তন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা শেষে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।

এর আগে গত ২২ জানুয়ারি নওগাঁর মান্দা উপজেলার জোত বাজার এলাকা থেকে একটি নীলগাই উদ্ধার করে এলাকাবাসী।

সৌজন্যে- ইত্তেফাক