Search
Close this search box.
Search
Close this search box.

শ্রীলঙ্কায় বন্দুকযুদ্ধে নিহত ১৫

srilankaশ্রীলঙ্কার পূর্বাঞ্চলীয় শহরে নিরাপত্তা বাহিনী ও সন্ত্রাসী গোষ্ঠীর মধ্যে রাতভর বন্দুকযুদ্ধের পর ১৫টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার সেনাবাহিনীর এক মুখপাত্র এ তথ্য জানিয়েছেন। তিনটি গির্জা ও তিনটি হোটেলে একযোগে আত্মঘাতী হামলায় আড়াইশ’র বেশি মানুষ নিহতের ঘটনার ছয় দিন পর এ অভিযান চালানো হলো।

সেনাবাহিনীর ওই মুখপাত্রের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, শুক্রবার বিকেল থেকে আমপারার সেইন্থামারুথু এলাকায় নিরাপত্তা বাহিনী ও সন্দেহভাজন চরমপন্থিদের সঙ্গে বন্দুকযুদ্ধ শুরু হয়। গত রোববার হামলা চালানো বাত্তিকালোয়া শহর থেকে দক্ষিণে অবস্থিত সেইন্থামারুথু।

শুক্রবার রাতভর বন্দুকযুদ্ধে নিহত ১৫ জনের মধ্যে ছয় জনই শিশু। তাদের বিস্তারিত পরিচয় এখনো জানানো হয়নি। শুক্রবার সকালে তল্লাশি অভিযান চালানোর সময় লাশগুলো উদ্ধার করা হয়।