Search
Close this search box.
Search
Close this search box.

শ্রীলঙ্কায় বন্দুকযুদ্ধে নিহত ১৫

srilankaশ্রীলঙ্কার পূর্বাঞ্চলীয় শহরে নিরাপত্তা বাহিনী ও সন্ত্রাসী গোষ্ঠীর মধ্যে রাতভর বন্দুকযুদ্ধের পর ১৫টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার সেনাবাহিনীর এক মুখপাত্র এ তথ্য জানিয়েছেন। তিনটি গির্জা ও তিনটি হোটেলে একযোগে আত্মঘাতী হামলায় আড়াইশ’র বেশি মানুষ নিহতের ঘটনার ছয় দিন পর এ অভিযান চালানো হলো।

সেনাবাহিনীর ওই মুখপাত্রের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, শুক্রবার বিকেল থেকে আমপারার সেইন্থামারুথু এলাকায় নিরাপত্তা বাহিনী ও সন্দেহভাজন চরমপন্থিদের সঙ্গে বন্দুকযুদ্ধ শুরু হয়। গত রোববার হামলা চালানো বাত্তিকালোয়া শহর থেকে দক্ষিণে অবস্থিত সেইন্থামারুথু।

chardike-ad

শুক্রবার রাতভর বন্দুকযুদ্ধে নিহত ১৫ জনের মধ্যে ছয় জনই শিশু। তাদের বিস্তারিত পরিচয় এখনো জানানো হয়নি। শুক্রবার সকালে তল্লাশি অভিযান চালানোর সময় লাশগুলো উদ্ধার করা হয়।