Search
Close this search box.
Search
Close this search box.

যুক্তরাজ্যে পুরো একটি স্টেডিয়াম কিনে নিলেন বাংলাদেশি ব্যবসায়ী

kobirযুক্তরাজ্যের বেড ফোর্ড টাউন ফুটবল স্টেডিয়াম কিনে নিয়েছেন ব্রিটিশ-বাংলাদেশি ব্যবসায়ী মোহাম্মদ কবির। তার পৈত্রিক বাড়ি সিলেটে। আগামী পাঁচ বছরের জন্য এই স্টেডিয়াম কিনে নিয়েছেন তিনি।

গেল এপ্রিলের শেষ দিকে মোহাম্মদ কবিরের মালিকানাধীন প্রতিষ্ঠান ব্রাইট ম্যানেজমেন্ট কোম্পানির সাথে বেডফোর্ড টাউন ফুটবল ক্লাবের আনুষ্ঠানিক চুক্তি সাক্ষরিত হয়। এই চুক্তির মাধ্যমেই বেডফোর্ড টাউন স্টেডিয়াম কিনে নেন মোহাম্মদ কবির।

chardike-ad

আগামী সেপ্টেম্বর থেকে বেডফোর্ড ফুটবল স্টেডিয়ামের নাম হবে মোহাম্মদ কবিরের মালিকানাধীন প্রতিষ্ঠান ‘ব্রাইট ম্যানেজমেন্ট ফুটবল স্টেডিয়াম’। এ স্টেডিয়ামে এক সাথে প্রায় পাঁচ হাজার দর্শক খেলা দেখার ব্যবস্থা রয়েছে।
ব্যবসায়ী কবির জানিয়েছেন, ব্রিটিশ-বাংলাদেশি ও বাংলাদেশের প্রতিভাবান তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহী ও পেশাদার ফুটবলার তৈরী করার জন্য এ স্টেডিয়াম কিনেছেন তিনি।

এ প্রসেঙ্গ তিনি বলেন, ‘আগামীতে এখানে বাংলাদেশ ও ব্রিটেনের তরুণ খেলোয়াড়দের প্রশিক্ষণ দেওয়া হবে এ স্টেডিয়ামে।’

জানা গেছে, গেল কয়েক বছর ধরে ফুটবল নিয়ে কাজ করছেন মোহাম্মদ কবির। ব্রিটেনে ‘সকার লীগ’ নামে তাঁর একটি ফুটবল দলও আছে। এবার স্টেডিয়াম কিনে নিয়ে ফুটবলের সাথে তিনি আরো বেশি সম্পৃক্ত হলেন।