Search
Close this search box.
Search
Close this search box.

দক্ষিণ কোরিয়ায় উল্কাবৃষ্টির পাথর সংগ্রহের হিড়িক

সিউল, ১৯ মার্চ ২০১৪:

দক্ষিণ কোরিয়ায় বিরল উল্কা বৃষ্টির পর মহাকাশের মূল্যবান স্মারক সংগ্রহে রাখতে লোকজনের মধ্যে হিড়িক পড়ে গেছে। সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, গত ৯ মার্চ দক্ষিণ পূর্বাঞ্চলীয় জিনজু শহরে উল্কা বৃষ্টি হয়। এর দু’দিন পর দু’টি পাথরখ- জিনজু শহরের আশেপাশে ছড়িয়ে পড়ে। এর এক খন্ডের ওজন ৯ কেজি ও অপর খন্ডের ওজন ৪ কেজি।

chardike-ad

25038_inter-2বিজ্ঞানীরা নিশ্চিত করেন এ দু’টি পাথর মহাকাশ থেকে পড়েছে। একইসঙ্গে মিডিয়ায় প্রচার করা হয় এক ধরণের উল্কাপিন্ডের মতো এ পাথর সমৃদ্ধি বয়ে আনবে। এর পর পরই এটি সংগ্রহে লোকজনের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। শত শত লোক সেখানে ভিড় করে। দেশটির প্রধানমন্ত্রী চাঙ হঙ উন বলেন, প্রাকৃতিক নিদর্শন হিসেবে সরকার এসব পাথরখন্ড সংরক্ষণ ও গবেষণা করবে। এর আগে দেশটিতে ১৯৪৩ সালে সর্বশেষ এ ধরণের পাথর পাওয়া গিয়েছিল। তখন এ অঞ্চল জাপানের উপনিবেশ ছিল।