Search
Close this search box.
Search
Close this search box.

ফেসবুকে নতুন প্রোগ্রামিং ভাষা চালু

সিউল, ২৪ মার্চ ২০১৪:

‘হ্যাক’ নামে নতুন প্রোগ্রামিং ভাষা চালু করেছে শীর্ষস্থানীয় সামাজিক যোগাযোগ সাইট ফেসবুক। এর মাধ্যমে প্রোগ্রামাররা সহজেই ওয়েবসাইট নির্মাণ ও সফটওয়্যার তৈরি করতে পারবেন। সম্প্রতি প্রতিষ্ঠানটি তাদের এক বিবৃতিতে এ প্রোগ্রামিং ভাষা চালু করার ঘোষণা দেয়। খবর টাইমস অব ইন্ডিয়ার।

chardike-ad

Facebook-troubleহ্যাক নিয়ে কাজ করেছেন ফেসবুকের প্রকৌশলী ব্রায়ান ও’সুলিভান। তিনি এক বিবৃতিতে জানান, নতুন ভাষাটি পরীক্ষা করা হয়েছে। এটি এখন ব্যবহারের জন্য সম্পূর্ণ প্রস্তুত।

এদিকে সংশ্লিষ্টরা মনে করছেন, হ্যাক প্রোগ্রামিংয়ের ভাষা পিএইচপির নতুন সংস্করণ। উল্লেখ্য, মার্ক জাকারবার্গ ফেসবুক চালু করার সময় পিএইচপি প্রোগ্রামিং ভাষা ব্যবহার করেছিলেন।

নতুন এ প্রোগ্রামিং ভাষায় প্রোগ্রামাররা দুই ধরনের টাইপিং পদ্ধতি ব্যবহার করতে পারবেন। এর একটি ডায়নামিক টাইপিং, অন্যটি স্টাটিক টাইপিং। এছাড়া হ্যাক এ পর্যন্ত চালু হওয়া সর্বাধিক নিরাপদ প্রোগ্রামিং ভাষা বলে দাবি করেন ফেসবুকের প্রকৌশলী ও’সুলিভান। সূত্রঃ বণিকবার্তা।