Search
Close this search box.
Search
Close this search box.

সিউলস্থ বাংলাদেশ দূতাবাসের স্বাধীনতা দিবস উৎযাপন

সিউল, ২৭ মার্চ ২০১৪:

সিউলস্থ বাংলাদেশ দূতাবাস বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উৎযাপন করেছে। সিউলের অভিজাত হোটেল লট্টে হোটেলে গতকাল বুধবার সন্ধ্যায় বাংলাদেশের মহান এই জাতীয় সিবস উৎযাপন করা হয়।

chardike-ad

unnamedবিভিন্ন দেশের রাষ্ট্রদূত, বিদেশী কূটনীতিক, কোরিয়া ও বাংলাদেশের আমন্ত্রিত অতিথিরা এই অনুষ্ঠানে যোগ দেন। বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস দিবসের গুরুত্ব তুলে ধরে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ এনামুল কবীর। কোরিয়ান সরকারের পক্ষে আইন মন্ত্রণালয়ের ভাইস মিনিস্টার কিম হিয়ন উং শুভেচ্ছা বক্তব্য রাখেন। বাংলাদেশের সাথে কোরিয়ার বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে তিনি দুই দেশের মধ্যে বিরাজমান সম্পর্ক অটুট থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠান শুরুর আগে ‘লাখো কন্ঠে জাতীয় সঙ্গীত’ এর অংশ হিসেবে সিউল সিটি হলের সামনে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। এতে কোরিয়া প্রবাসী বাংলাদেশীরা অংশ নেন।