Search
Close this search box.
Search
Close this search box.

যুক্তরাষ্ট্রকে বুড়ো আঙুল দেখিয়ে ইরানের পাশে দাঁড়াল কাতার

qatar-iranকাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মুহাম্মাদ বিন আবদুর রহমান আল-থানি বলেছেন, ইরান ও যুক্তরাষ্ট্রের মাঝে চলমান উত্তেজনায় মার্কিন নীতিকে পুরোপুরি সমর্থন করে না কাতার। কারণ তার দেশ এসব ইস্যুকে আঞ্চলিক প্রেক্ষাপট থেকে দেখে থাকে।

রোববার লন্ডনে সংবাদিকদের সঙ্গে আলাপকালে কাতারি পররাষ্ট্রমন্ত্রী এ মন্তব্য করেন। তিনি বলেন, ইরান ইস্যুতে আমেরিকার বর্তমান অবস্থান কোনো ইতিবাচক বা গঠনমূলক বার্তা দিচ্ছে না। আমরা ইরান ও আমেরিকার মধ্যে কোনো সংঘাত দেখতে চাই না। কারণ আমরা এই দুই শক্তির মাঝখানে পড়ে যাব।

chardike-ad

সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতকে উদ্দেশ্য করে কাতারি পররাষ্ট্রমন্ত্রী বলেন, এ দুটি দেশের অনুস্মৃত নীতি মধ্যপ্রাচ্য এবং আফ্রিকায় সন্ত্রাসবাদ, সংঘাত ও বিশৃঙ্খলা সৃষ্টি করছে।

তিনি বলেন, সৌদি আরব ও আমিরাতের সরকার লিবিয়া, মিসরসহ আফ্রিকা ও আরব অঞ্চলের বিভিন্ন দেশের ওপর কর্তৃত্ববাদী সরকার প্রতিষ্ঠার মাধ্যমে ‘স্থিতিশীলতা’ সৃষ্টি করতে চায়। এ দুটি দেশ ইরানকে একঘরে করার যে চেষ্টা করছে তা ব্যর্থ হয়েছে বলেও মন্তব্য করেন শেখ মুহাম্মাদ বিন আবদুর রহমান।

সোউজন্য- পার্সট্যুডে