Search
Close this search box.
Search
Close this search box.

সিউলে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান কাল

সিউল, ২৯ মার্চ ২০১৪:

মহান স্বাধীনতা দিবসের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আগামীকাল সিউলে অনুষ্ঠিত হবে। বাংলাদেশ কমিউনিটি ইন কোরিয়া’র (বিসিকে) আয়োজনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি কোরিয়া প্রবাসীদের অংশগ্রহণে স্বরচিত কবিতা আবৃত্তি, রচনা লেখা প্রতিযোগিতা এবং চিত্রংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। কোরিয়ার বিভিন্ন প্রান্ত থেকে আগামীকাল কোরিয়া প্রবাসীরা অংশগ্রহণ করবেন।

chardike-ad

images (2)সিউলের কেইবি ব্যাংকের হেড অফিসে সকাল সাড়ে দশটায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হবে। জাতীয় পতাকা উত্তোলন ও সমাবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে আনুষ্ঠান শুরু হয়ে শেষ হবে বিকাল ৫ টায়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কোরিয়াস্থ রাষ্ট্রদূত এনামুল কবির।

বাংলাদেশ কমিউনিটি ইন কোরিয়া (বিসিকে) আগামীকালের আলোচনা সভায় যোগদানের সুবিধার্তে ৪টি বাসের ব্যবস্থা করেছে। বাংলাদেশি অধ্যুষিত ৪টি এলাকায় দ্বায়িত্বপ্রাপ্তদের ফোন করে বাসের স্থান ও সময় সম্পর্কে বিস্তারিত জেনে নিতে বলা হয়েছে বিসিকের পক্ষ থেকে।
সংউরি পুচ্ছন- এম জামান সজল- ০১০-৪৯৬৪-৩৩৮৩
ফিয়ংথেক- হারুন-অর রশিদ হিরণ-০১০-৩১৪০-১৪৬১
মাছক- হাসিবুল কবির- ০১০-২২৮১-৭৮৯৪
আনসান- মোহাম্মদ হোসাইন- ০১০-৫৮১৯-০০১৭/ ইমন রহমান- ০১০-৯০৬৯-৪৪৩০