ইউরোপের সবচেয়ে দীর্ঘ আল্পস পর্বতমালায় অস্ট্রিয়ার একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে তিন জন নিহত হয়েছেন। অস্ট্রিয়ান কর্তৃপক্ষের বরাত দিয়ে মার্কিন বার্তা সংস্থা এপি জানিয়েছে, জার্মান সীমান্ত সংলগ্ন এলাকায় বিমানটি দুর্ঘটনার কবলে পড়ে।
অস্ট্রিয়ান পুলিশ দেশটির সংবাদ সংস্থা ডিপিএকে জানিয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধা সাড়ে ৫টার দিকে দুর্ঘটনাটি ঘটে। তবে গতকালের সেই বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের নাম-পরিচয় সম্পর্কে এখনও নিশ্চিত করে কিছু জানা যায়নি।
অস্ট্রিয়ার লেটাশ্চ শহরের পাশে বিমানটি বিধ্বস্ত হয়। ওই এলাকাটি সীমান্তের ওপারে জার্মানির গার্মিশ-পারটেনকিরচেন নামক রিজোর্ট থেকে কিছুটা দূরে। বিমানটি যেখানে বিধ্বস্ত হয় সেই স্থানটি সমতল থেকে ১ হাজার ৩০০ মিটার ওপরে।
কর্তৃপক্ষকে উদ্ধৃত করে এপি বলছে, বিমানটি বিধ্বস্ত হওয়ার পর সম্পূর্ণ পুড়ে যায়। তবে বিমানটি কোথা থেকে এসেছে এবং কোথায় যাচ্ছিল সে সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছে তারা।






































