Search
Close this search box.
Search
Close this search box.

নতুন স্মার্টওয়াচ আনছে স্যামসাং

সিউল, ১৮ এপ্রিল ২০১৪:

দক্ষিণ কোরিয়ান ইলেকট্রনিক পণ্য নির্মাতা কোম্পানি স্যামসাং অ্যান্ড্রয়েড ওয়্যার অপারেটিং সিস্টেমচালিত নতুন স্মার্টওয়াচ বাজারে আনছে। স্মার্টওয়াচ চালুর মাধ্যমে প্রতিষ্ঠান টি পরিধানযোগ্য পণ্যের বাজারে প্রতিদ্বন্দ্বীদের চেয়ে আরো এক ধাপ এগিয়ে যাওয়ার পরিকল্পনা করেছে। সম্প্রতি এ তথ্য জানায় স্যামসাং। খবর ইয়াহুর।

chardike-ad

Tizen-Smart-Watch-Samsung-Gear2-Coming-Soon-in-April-550x300গত বছর প্রথমবারের মতো স্যামসাং অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম চালিত স্মার্টওয়াচ গ্যালাক্সি গিয়ার বাজারে আনে, যা পরিধানযোগ্য পণ্যের বাজারে ব্যাপক সাড়া ফেলেছিল। এছাড়া চলতি মাসের শুরুর দিকে প্রতিষ্ঠানটি আরো তিনটি স্মার্টওয়াচ বাজারে ছেড়েছিল। স্যামসাংয়ের এ পণ্যগুলো হচ্ছে গিয়ার২, গিয়ার২ নিও এবং গিয়ার ফিট। এর মধ্যে গিয়ার২ ও গিয়ার২ নিও প্রতিষ্ঠানটির নিজস্ব টিজেন অপারেটিং সিস্টেম চালিত। গিয়ার ফিট স্মার্টওয়াচ সম্পূর্ণ ভিন্ন রিয়েল টাইম অপারেটিং সিস্টেমে চালিত।

এ বিষয়ে স্যামসাংয়ের পণ্য নকশা বিভাগের জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট হানকিল ইয়ুন সংবাদ মাধ্যম রয়টার্সকে জানান, সম্প্রতি স্যামসাং প্রতিষ্ঠানটির পঞ্চম স্মার্টওয়াচ বাজারে ছাড়ার সব প্রস্তুতি সম্পন্ন করেছে। প্রতিষ্ঠানটির এ স্মার্টওয়াচ অ্যান্ড্রয়েড ওয়্যার অপারেটিং সিস্টেমে চালিত। অ্যান্ড্রয়েড ওয়্যার অপারেটিং সিস্টেম চলতি বছরের শুরুর দিকে চালু করেছিল গুগল। এদিকে স্যামসাংয়ের পাঁচটি স্মার্টওয়াচের মধ্যে চার ধরনের অপারেটিং সিস্টেম ব্যবহার করা হয়েছে। এ বিষয়ে ইয়ুন জানান, নতুন ও ভিন্ন ভিন্ন অপারেটিং সিস্টেমের স্মার্টওয়াচের মাধ্যমে গ্রাহকদের নতুন মাত্রার সেবা প্রদানের পরিকল্পনা এটি স্যামসাংয়ের। চলতি বছরের যেকোনো সময় স্যামসাং প্রতিষ্ঠানটির পঞ্চম স্মার্টওয়াচ বাজারে ছাড়বে। সূত্রঃ বণিকবার্তা।