সিরাজগঞ্জের কাজিপুরে অদ্ভুত এক শিশুর জন্ম দিয়েছেন গৃহবধূ বিথী আক্তার (২০)। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে উপজেলার মাইজবাড়ি ইউনিয়নের বলিচতল গ্রামে। শিশুটির বাবা আবু জাফর ওই গ্রামের মুদি ব্যবসায়ী। এই শিশুটি তাদের প্রথম সন্তান।
আবু জাফর জানান, অদ্ভুত এ শিশুটির পায়খানা ও প্রসাবের দ্বার নেই। এছাড়া তার একটি পাও নেই। তবে একটি পা থাকলেও সেটিও বিকলঙ্গ। যার কারণে শিশুটির লিঙ্গ বোঝা যাচ্ছে না। ফলে পরবিাররে সদস্যরা এ পর্যন্ত তার লিঙ্গ সনাক্ত করতে পারেনি। শিশুটি দেখতে অনেকটা ছবির গল্পের মৎস্যকন্যার মত মনে হচ্ছে। মঙ্গলবার এ প্রতিবেদনটি লেখা পর্যন্ত শিশুটি জীবিত ও শরীরের অন্যান্য অঙ্গ স্বাভাবিক রয়েছে।
এ বিষয়ে মাইজবাড়ী ইউনিয়ন পরষিদের সদস্য আব্দুস ছালাম জানান, ওই অদ্ভুত শিশুটি জন্মের পরেই খবরটি এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন শিশুটিকে একনজর দেখতে ওই বাড়িতে ভিড় করেন। বর্তমানে শিশুটিকে হাসপাতালে নেয়ার উদ্যোগ নিয়েছে তার পরিবার।