চট্টগ্রামে হাতির পায়ে পিষ্ট হয়ে প্রবাসীর মৃত্যু

elephantচট্টগ্রামের বোয়ালখালীতে হাতির পায়ে পিষ্ট হয়ে আবদুল আলম (৬০) নামের এক প্রবাসীর মৃত্যু হয়েছে। বুধবার ভোরে উপজেলার জঙ্গল আমুচিয়ার বড়খীল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আবদুল আলম মধ্যম কড়লডেঙ্গার ছদর আলী চৌকিদার বাড়ির মৃত হাকিম মিয়ার ছেলে। তিনি চার কন্যা সন্তানের জনক।

স্থানীয়রা জানান, আবদুল আলম ৫ বছর আগে মধ্যপ্রাচ্য থেকে দেশে আসেন। আগামী মাসে তার ব্রুনাই যাওয়ার কথা ছিল। হাতির পাল আসার খবর পেয়ে নিজের জমি দেখতে গিয়ে হাতির কবলে পড়েন তিনি। পালাতে গিয়ে হাতির পায়ে পিষ্ট হয়ে ঘটনাস্থলে প্রাণ হারান।

গ্রামের লোকজন জানায়, হাতির পাল থেকে ক্ষেতের ফসল রক্ষায় গ্রামবাসী রাত জেগে পাহারা দেয়। ভোরে একদল হাতি পাহাড়ের পাদদেশে নেমে এলে পাহারাদাররা পালিয়ে যায়, কিন্তু পালাতে পারেননি আব্দুল আলম।