বাড়ছে বাস ও সাবওয়ের ভাড়া
আগামী বছরের শুরু থেকে সিউল, ইনছন এবং খিওংগি প্রদেশের সাবওয়ে ও বাসভাড়া ১০৫০ উওন থেকে ২০০ উওন বাড়িয়ে ১২৫০ উওন পর্যন্ত করা হতে পারে। সিউল মহানগর সরকার বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে। নগর সরকার বলছে, গনপরিবহনসমূহের মালিকদের ক্রমবর্ধমান দেনার পরিমাণ কমাতেই ভাড়া বৃদ্ধির এ উদ্যোগ। এ লক্ষ্যে আগামী মাসেই মহানগর কাউন্সিলে