Search
Close this search box.
Search
Close this search box.

শিরোপা নিয়েই বিদায় জয়াবর্ধনে সাঙ্গাকারার

৭ এপ্রিল ২০১৪:

কথা রেখেছেন মালিঙ্গা। দলের সিনিয়র দুই ব্যাটসম্যান মাহেলা জয়াবর্ধনে এবং কুমার সাঙ্গাকারার জন্য টি-২০ বিশ্বকাপ শিরোপা জিতবেন বলে ফাইনালের আগেই কথা দিয়েছিলেন সেমিফাইনাল ও ফাইনালে শ্রীলংকা দলের অধিনায়কত্ব করা লাসিথ মালিঙ্গা। এই টি-২০ বিশ্বকাপই শেষ আন্তর্জাতিক ম্যাচ বলে আগেই ঘোষণা দিয়েছিলেন দলের দুই স্তম্ভ জয়াবর্ধনে-সাঙ্গাকারা।

chardike-ad

183491

গ্রুপ পর্যায়ের পর সেমিফাইনালে লংকান দলের নেতৃত্ব দেয়া মালিঙ্গা ফাইনালের আগেই ঘোষণা দিয়েছিলেন টি-২০ বিশ্বকাপের শিরোপা জিতেই দলের দুই মহীরুহকে বিদায় দিতে চান। ইতোপুর্বে ৫০ ওভার এবং টি-২০ বিশ্বকাপে দুবার করে ফাইনাল খেললেও শিরোপা স্পর্শ করতে পারেনি লংকানরা । দলটির একমাত্র আন্তর্জাতিক শিরোপা অর্জুনা রানাতুঙ্গার নেতৃত্বে ১৯৯৬ সালে ৫০ ওভারের বিশ্বকাপ। তারপর থেকেই আইসিসির কোন শিরোপা ছিল দলটির অধরা। শেষ পর্যন্ত ভারপ্রাপ্ত অধিনায়ক মালিঙ্গার হাত ধরে বাংলাদেশের মাটিতে শিরোপা ক্ষরা কাটালো দলটির।