Search
Close this search box.
Search
Close this search box.

বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট সিরিজে ডিআরএস

DRSজিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজে সিদ্ধান্ত পর্যালোচনা পদ্ধতি (ডিআরএস) ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বাংলাদেশের ঘরোয়া সিরিজে প্রথমবারের মতো ডিআরএস ব্যবহার করা হবে।

শুক্রবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হওয়া টেস্ট সিরিজে ডিআরএস ব্যবহার করা হবে। তবে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজে এই পদ্ধতির ব্যবহার করা হবে না। ৩ ম্যাচের টেস্ট সিরিজে ডিআরএস ব্যবহারে প্রায় ১ লাখ ডলার ব্যয় করতে হবে বিসিবিকে।

chardike-ad

চলতি বছরের শুরুতে ঢাকা ও চট্টগ্রাম টেস্টে নাসির হোসেনের ২টি বিতর্কিত আউটের পর আবারও আলোচনায় আসে ডিআরএস। চট্টগ্রাম টেস্টে নাসিরের আউটের পর সংবাদ সম্মেলনে বাজে আম্পায়ারিং এর সমালোচনা করেছিলেন শামসুর রহমান।

বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী বলেন, ঘরোয়া সিরিজে আমরা প্রথমবারের মতো ডিআরএস ব্যবহার করতে যাচ্ছি। ক্রিকেটীয় কারণেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

তিনি জানান, ক্যামেরায় হক আই, আল্ট্রা মোশন ও সুপার জুম ব্যবহার করা হবে। তবে এই সিরিজে ‘হটস্পট’ থাকবে না।