Search
Close this search box.
Search
Close this search box.

দক্ষিণ কোরিয়ায় সুদের হার রেকর্ড সর্বনিম্নে

bank_of_korea_011দক্ষিণ কোরিয়ার ব্যাংকগুলোয় আমানত ও ঋণ দুই ক্ষেত্রেই সুদের হার রেকর্ড কমেছে। গত বছরের আগস্ট ও অক্টোবরে দেশটির কেন্দ্রীয় ব্যাংক সুদের হার কমানোর পর এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। খবর সিনহুয়া।

ব্যাংক অব কোরিয়ার (বিওকে) দেয়া তথ্যানুযায়ী, ব্যাংকগুলোয় নতুন আমানতে সুদের হার ৫ শতাংশীয় পয়েন্ট কমে ২ দশমিক শূন্য ৪ শতাংশে দাঁড়িয়েছে। ১৯৯৬ সালে বিওকে সংশ্লিষ্ট তথ্য সংগ্রহ শুরু করার পর থেকে বর্তমান হারই সর্বনিম্ন। গত আগস্ট ও অক্টোবরে সুদের হার ২৫ বেসিস পয়েন্ট কমানোর প্রভাবেই এ অবস্থা সৃষ্টি হয়েছে। চলতি মাসেই সুদের হার ২৫ বেসিস পয়েন্ট কমিয়ে রেকর্ড সর্বনিম্ন ১ দশমিক ৭৫ শতাংশ করেছে। ফলে আমানত ও ঋণে সুদের হার আরেক দফা কমবে বলে ধারণা করা হচ্ছে।

chardike-ad

এদিকে দক্ষিণ কোরিয়ার ব্যাংকগুলোয় গড় ঋণ নেয়ার হার ৪ শতাংশীয় পয়েন্ট কমেছে। এতে দেশটিতে ঋণ নেয়ার হার রেকর্ড কমে ৩ দশমিক ৮৬ শতাংশে দাঁড়িয়েছে। অবশ্য করপোরেট ঋণ ৪ দশমিক ২ শতাংশে অপরিবর্তিত রয়েছে।