Search
Close this search box.
Search
Close this search box.

সমকামী সঙ্গীকে ঘরে তুললেন লুক্সেমবার্গের প্রধানমন্ত্রী

Somokami

গণমাধ্যমে তার বিয়ের ঘোষণা এসেছিল গত বছরের আগস্ট মাসে। স্পষ্ট ভাষায় তিনি জানিয়ে দেন, সমকামী সঙ্গীকেই তিনি ঘরে তুলবেন জীবনসঙ্গী করে। তা-ই করলেন শেষ পর্যন্ত। শুক্রবার সমকামী সঙ্গীকে ঘরে তুলেছেন তিনি।

chardike-ad

বলছি লুুক্সেমবার্গের প্রধানমন্ত্রী জাভিয়ের বেটেলের কথা। ইউরোপের কোনো দেশের ক্ষমতাসীন নেতা হিসেবে প্রথম এবং একই মর্যাদায় বিশ্বের কোনো নেতা হিসেবে দ্বিতীয় ব্যক্তি হিসেবে সমকামী সঙ্গীকে বিয়ে করলেন তিনি।

বিবিসি অনলাইনের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।

লুক্সেমবার্গের রাজধানী লুক্সেমবার্গ সিটির ঐতিহ্যবাহী টাউন হলে সমকামী সঙ্গী গথিয়ের ডেসটিনির সঙ্গে সংসারের গাঁটছড়া বাঁধেন বেটেল। এ সময় তাদের আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব এবং রাষ্ট্রীয় অতিথিরা উপস্থিত ছিলেন। গথিয়ের পেশায় একজন স্থাপত্যবিদ।

২০১৪ সালের জুন মাসে লুক্সেমবার্গে সমকামী বিয়ের বৈধতা আইন পাস হয়। এই আইনে বিয়ে হওয়া প্রথম যুগল বেটেল ও গথিয়ের।

এর আগে ২০১০ সালে আইসল্যান্ডের তৎকালীন প্রধানমন্ত্রী জোহানা (নারী) তার সমকামী নারী সঙ্গীকে বিয়ে করেন।

২০১৩ সালে লুক্সেমবার্গের প্রথম সমকামী প্রধানমন্ত্রী হিসেবে সরকার গঠন করেন।