Search
Close this search box.
Search
Close this search box.

থাডের বিরুদ্ধে দক্ষিণ কোরিয়ায় অভিনব প্রতিবাদ

soengju koreaআমেরিকার অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ‘থাড’ মোতায়েনের প্রতিবাদে অভিনব প্রতিবাদ জানিয়েছে বিক্ষোভকারীরা। সিউল থেকে প্রায় ৩০০ কিলোমিটার দুরে সংজোতে প্রায় এক হাজার মানুষ মাথা ন্যাডা করে প্রতিবাদ জানিয়েছেন। প্রতিবাদকারীরা মাথা ন্যাডা করে প্রতিবাদকে শক্তিশালী উপায় হিসেবে বেছে নিয়েছেন। বিক্ষোভকারীদের নেতাদের একজন কিম আন সু বলেছেন ‘এর চেয়ে বড় প্রতিবাদ হতে পারেনা’। তিনি অবিলম্বে সংজু থেকে থাড পরিকল্পনা বাতিলের দাবি জানান।

সংজুতো থাড মোতায়েন হলে পরিবেশের মারাত্মক ক্ষতি হবে দাবি করে বিক্ষোভকারীরা ক্রমাগত বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন। উত্তর কোরিয়ার সম্ভাব্য হামলা থেকে আত্মরক্ষার জন্য আমেরিকার সহায়তায় থাড মোতায়েন করছে বলে দাবি দক্ষিণ কোরিয়ার সরকারের। পরিকল্পনা অনুযায়ী সংজুকে থাডের জন্য বাছাই করার পর স্থানীয়রা এর বিরোধিতা শুরু করে। কিছুদিন আগে প্রধানমন্ত্রীর ওপর স্থানীয় লোকজন বিক্ষোভ করার সময় ডিম ছুড়ে প্রতিবাদ জানিয়েছিল।

chardike-ad