বুধবার । ডিসেম্বর ১৭, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক প্রবাস ২৫ জুলাই ২০১৮, ৫:০১ অপরাহ্ন
শেয়ার

দক্ষিণ কোরিয়ায় যুক্তরাষ্ট্রের সেনা উপস্থিতি ক্রমে কমবে


দক্ষিণ কোরিয়ায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের দুই সাবেক রাষ্ট্রদূত বলেছেন উত্তর কোরিয়া যদি চুক্তি মোতাবেক পারমাণবিক কর্মসূচী বন্ধ করে তাহলে যুক্তরাষ্ট্র ও দক্ষিন কোরিয়ার মধ্যে সৃষ্ট নিরাপত্তা সম্পর্ক ঠিক থাকবে।

প্রেসিডেন্ট জর্জ ডাব্লিউ বুশের সময়ে দক্ষিণ কোরিয়ায় রাষ্ট্রদূতের দায়িত্বে থাকা রাষ্ট্রদূত আলেক্সান্ডার ভার্শবো এবং ২০১২ থেকে ২০১৭ সাল পর্যন্ত দায়িত্বে থাকা রাষ্ট্রদূত মার্ক লিপার্ট বলেন ১৯৫৩ সালের কোরিয়ান যুদ্ধ শেষে করা Mutual Defense Treaty এর আওতায় দক্ষিন কোরিয়াকে উত্তর কোরিয়ার হামলা থেকে নিরাপদ থাকায় সহায়তা করার প্রতিশ্রুতি ছিল।

তবে উত্তর কোরিয়ার হামলার আশংকা না থাকলে যুক্তরাষ্ট্রের সেনা উপস্থিতি ক্রমে কমে আসবে বলে দুই রাষ্ট্রদূত উল্লেখ করেন। ১২ই জুন সিঙ্গাপুর সামিটের আগেই অবশ্য প্রেসিডেন্ট ট্রাম্প পেন্টাগনকে পরামর্শ দিয়েছিলেন কোরিয়া উপদ্বীপে সেনা বহর কমিয়ে আনার।