Search
Close this search box.
Search
Close this search box.

দক্ষিণ কোরিয়ার স্থানীয় সরকার নির্বাচনের প্রচারণা শুরু

দক্ষিণ কোরিয়ার স্থানীয় সরকার নির্বাচনের প্রচারণা গতকাল বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে। প্রধান প্রার্থীরা বিভিন্ন কমিউনিটি, বাজার, সাবওয়ে স্টেশনসহ গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে গণসংযোগ শুরু করেছেন। মেট্রোপলিটন শহর এবং প্রদেশগুলোতে আগামী ১৩ জুন নির্বাচন অনুষ্ঠিত হবে। দক্ষিণ কোরিয়ায় প্রতি চারবছর পরপর স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হয়ে থাকে। মোট ১৬ টি মেট্রোপলিটন শহর, প্রদেশ এবং স্পেশাল সিটিতে এবারের নির্বাচনে ক্ষমতাসীন ডেমোক্রেটিক পার্টি, প্রধান বিরোধী দল লিবার্টি পার্টি এবং বারুন মিরে পার্টির মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে।

chardike-ad

বর্তমান প্রেসিডেন্ট মুন জে ইন নির্বাচিত হওয়ার পর দক্ষিণ কোরিয়ায় এইটাই প্রথম কোন নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচনের মাধ্যমে মুন জে ইন এবং তার সরকারের প্রতি জনগণের সমর্থনের অবস্থা জানা যাবে মনে করছেন বিশ্লেষকরা। কোরিয়ার গণমাধ্যম এবং অন্যান্য সবকটি জরিপে বেশিরভাগ সরকারের প্রার্থীরা এগিয়ে আছেন।