Search
Close this search box.
Search
Close this search box.

রবিবার ভারত যাচ্ছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট

আগামী রবিবার ভারত সফরে যাচ্ছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জে ইন। ৮ থেকে ১১ জুলাই তিনি ভারত সফর করবেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে তিনি দুই দেশের অর্থনৈতিক সহযোগিতা, কোরিয়া উপদ্বীপসহ দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করবেন। আগামী মঙ্গলবার দুই নেতা দ্বিপাক্ষিক আলোচনায় মিলিত হবেন। চারদিনের এই সফরে প্রেসিডেন্ট মুন ভারতে স্যামসাং এর ব্যবসা সম্প্রসারণের একটি অনুষ্ঠানেও যোগ দিবেন।

chardike-ad

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন নির্বাচিত হওয়ার পর এই প্রথম ভারত সফর করছেন। ভারতের প্রধানমন্ত্রী মোদীর আমন্ত্রণে এই সফরে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন ভারতীয় প্রেসিডেন্ট রামনাথ কোভিন্দের সঙ্গেও সাক্ষাৎ করবেন।

ভারতের সঙ্গে ১৯৭৩ সালে দক্ষিণ কোরিয়ার আনুষ্ঠানিক সম্পর্ক শুরু হওয়ার পর থেকে দুই দেশ অর্থনৈতিক মিত্রে পরিণত হয়েছে। ভারত সফর শেষে ১১ জুলাই তিনদিনের সফরে সিঙ্গাপুর যাবেন প্রেসিডেন্ট মুন জে ইন।