Search
Close this search box.
Search
Close this search box.

১ রানে ওয়েস্ট ইন্ডিজের জয়

indiaছ’বলে দরকার আট রান৷ উইকেটে রয়েছেন মহেন্দ্র সিং ধোনি৷ কয়েক বছর আগে ম্যাচের এই পরিস্থিতি হলে রীতিমতো দাপটের সঙ্গে ম্যাচ জিতিয়ে দিতেন ভারত অধিনায়ক৷

শেষে ম্যাচ জেতার জন্য এক বলে দু’রান দরকার ছিল টিম ইন্ডিয়ার৷ এই পরিস্থিতিও উতরে দিতে পারলেন না মাহি৷ তীরে এসে তরী ডুবল ভারতের৷ ধোনির টিম ইন্ডিয়া হেরে গেল মাত্র এক রানে৷ প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ছ’উইকেটে ২৪৬ রান তোলে ওয়েস্ট ইন্ডজ। জবাবে ২০ ওভারে চার উইকেটে ২৪৪ রান তুলল ভারত৷ এদিন ধোনিকে দেখেই বোঝা গেল তাঁর দিন ফুরিয়ে এসেছে৷ উল্টোদিকে প্রথম টি-২০ ম্যাচ জিতে টেস্ট সিরিজে হারের জ্বালা কিছুটা হলেও মিটিয়ে নিল ক্যারিবিয়ানরা৷

chardike-ad
 লক্ষ্য ২৪৬। এই বিশাল লক্ষ্যমাত্রাতেও ভয়ে কুঁকড়ে যাননি ভারতীয় দল৷ রোহিত শর্মা (৬২) ভালো শুরু করেন৷ যদিও অপর ওপেনার অজিঙ্ক রাহানে (০৭) দ্রুত ফিরে রান৷ এরপর বেশিক্ষণ ঠিকতে পারেননি বিরাট কোহলিও৷ এরপর রোহিতের সঙ্গে জুটি বেঁধেন লোকেশ রাহুল (১১০)৷ ৮৪ বলে ১১০ রান করেন রাহুল৷

রোহিত আউট হওয়ার পরে রাহুলের জুটি বাঁধেন ধোনি৷ উইকেটে এসেই দুরন্ত পুরনো ঝলক দেখান টিম ইন্ডিয়ার অধিনায়ক৷ এক সময় মনে হয়েছিল অনবদ্য জয় ছিনিয়ে নেবেন ধোনি৷ কিন্তু শেষ ওভারে সেভাবে নিজেকে মেলে ধরতে পারলেন না বহু ম্যাচ জেতানো রাঁচির ছেলেটি৷ শেষ পর্যন্ত এক রানেই হেরে সিরিজে পিছিয়ে পড়ল ভারত৷