Search
Close this search box.
Search
Close this search box.

বড় সংকটে পড়তে যাচ্ছেন ইমরান খান

imran-khanক্রিকেটার থেকে রাজনৈতিক নেতা বনে যাওয়া ইমরান খানের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তদন্তে বিশেষ কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তানের জাতীয় পরিষদ।

পাকিস্তানের সংবাদমাধ্যম ডন এর খবরে বলা হয়েছে, পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) এই প্রধানের বিরুদ্ধে দলের নারী আইনপ্রণেতা আয়েশা গুলালাই এর অভিযোগের ভিত্তিতেই আজ শনিবার জাতীয় পরিষদ এ সিদ্ধান্ত নেয়।

chardike-ad

দেশটির মধ্যবর্তীকালের প্রধানমন্ত্রী শহিদ খাকান আব্বাসি গতকাল শপথগ্রহণের পরপরই ইমরান খানের বিরুদ্ধে আনা অভিযোগ তদন্তে একটি বিশেষ কমিটি গঠন করতে বলেন।

শহিদ খাকান আব্বাসি বলেন, তদন্ত শেষে ওই কমিটি জাতীয় পরিষদে প্রতিবেদন দাখিল করবে, যাতে, বিষয়টির একটি সুরাহা হয়।

আব্বাসি বলেন, পিটিআইপ্রধান ও গুলালাই উভয়ই শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, তাই ওই অভিযোগ তদন্তে বিশেষ কমিটি গঠন করা উচিত।

এদিকে জাতীয় পরিষদ পরে প্রধানমন্ত্রীর ওই প্রস্তাব পাস করে এবং কমিটিকে এক মাসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়া নির্দেশ দেয়।

খবরে বরলা হয়েছে, জাতীয় পরিষদে এই সিদ্ধান্তের ফলে বড় ধরনের সংকটে পড়তে যাচ্ছেন ইমরান খান।

পিটিআইয়ের নেত্রী ও জাতীয় পরিষদের সদস্য আয়েশা গুলালাই ইমরান খানের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, ইমরানের আচরণ অত্যন্ত আপত্তিজনক। ২০১৩ সালের অক্টোবর মাস থেকে ক্রমাগত তাকে অশালীন টেক্সট মেসেজ পাঠাতেন ইমরান।

তবে ইমরান খান এ অভিযোগ অস্বীকার করে বলেছেন, ক্ষমতাসীন দল পাকিস্তান মুসলিম লিগ (পিএমএল-এন) তাকে (আয়েশা) কিনে নিয়েছে এবং তাকে ব্যবহার করছে। অর্থসূচক