শনিবার । ডিসেম্বর ২০, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক বিজনেস ৯ ফেব্রুয়ারী ২০২৫, ৬:১২ অপরাহ্ন
শেয়ার

বেসিক ব্যাংকের সাবেক চেয়ারম্যান বাচ্চুর বিরুদ্ধে মামলা


বেসিক ব্যাংকের সাবেক চেয়ারম্যান বাচ্চুর বিরুদ্ধে মামলা

 

৬৮.৭৬ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও দুটি বিদেশি ব্যাংকের মাধ্যমে ৫৬.৫৭ কোটি টাকা কানাডায় পাচারের অভিযোগে বেসিক ব্যাংকের সাবেক চেয়ারম্যান শেখ আব্দুল হাই বাচ্চুর বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ রোববার দুদকের মহাপরিচালক আক্তার হোসেন সাংবাদিকদের বিষয়টি জানিয়েছেন।

তিনি বলেন, জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন, দাখিলকৃত সম্পদ বিবরণীতে মিথ্যা তথ্য প্রদান এবং অবৈধভাবে উপার্জিত অর্থ কানাডায় পাচারের দায়ে দুর্নীতি দমন কমিশন আইন ও মানিলন্ডারিং প্রতিরোধ আইনে তার বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।