রবিবার । ডিসেম্বর ২১, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক আন্তর্জাতিক ৭ অগাস্ট ২০২৫, ১০:৫৮ পূর্বাহ্ন
শেয়ার

দক্ষিণ কোরিয়ায় চীনা পর্যটকরা পাবেন ভিসামুক্ত সুবিধা


দক্ষিণ কোরিয়ায় চীনা পর্যটকরা পাবেন ভিসামুক্ত সুবিধা

দক্ষিণ কোরিয়া চলতি বছরের ২৯ সেপ্টেম্বর থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত চীনা পর্যটকদের জন্য অস্থায়ীভাবে ভিসামুক্ত প্রবেশের সুবিধা চালু করতে যাচ্ছে। পর্যটনখাতকে চাঙা করতেই এমন সিদ্ধান্ত নিয়েছে দেশটি।

গত নভেম্বরে চীন দক্ষিণ কোরিয়ার নাগরিকসহ অন্যান্য দেশের পর্যটকদের জন্য ভিসামুক্ত প্রবেশের ঘোষণা দেয়। এর প্রতিক্রিয়ায় দক্ষিণ কোরিয়াও মার্চে প্রথম এ উদ্যোগের কথা জানায়।

বিশ্লেষকরা বলছেন, নবনির্বাচিত লিবারেল প্রেসিডেন্ট লি জে মিয়াং-এর সরকারের অধীনে দক্ষিণ কোরিয়া-চীন সম্পর্ক উন্নতির সম্ভাবনা জোরালো হচ্ছে।

অক্টোবরে চীনা ছুটির সময়সীমা মাথায় রেখে এই পদক্ষেপ চালু হচ্ছে, যাতে দক্ষিণ কোরিয়ার অর্থনীতি চাঙ্গা হয় এবং পর্যটনে গতি আসে বলে জানিয়েছে দেশটির পর্যটন মন্ত্রণালয়।