শনিবার । ডিসেম্বর ২০, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজধানী ৩০ অগাস্ট ২০২৫, ৯:৩৬ অপরাহ্ন
শেয়ার

নূরের ওপর হামলার প্রতিবাদে বিজয়নগরে সড়ক অবরোধ গণঅধিকার পরিষদের


Gono-Odkikar-Parishad
ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের ওপর হামলার প্রতিবাদে রাজধানীর বিজয়নগরে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছে গণঅধিকার পরিষদ। শনিবার বিকেল পৌনে ৪টার দিকে কয়েক শতাধিক নেতাকর্মী সড়কে নেমে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, প্রায় তিন শতাধিক নেতাকর্মী বিজয়নগর এলাকায় জড়ো হয়ে নানা স্লোগান দিতে থাকেন। এর আগে দুপুর ৩টার দিকে জুলাই মঞ্চের ২০-২৫ জন নেতাকর্মী হুলিয়া মিছিল নিয়ে জাতীয় পার্টির কার্যালয়ের সামনের রাস্তা ঘুরে নাইটিঙ্গেল মোড়ে যান। তাদের ব্যানারে লেখা ছিল- “জাতীয় পার্টিসহ বাংলাদেশের সার্বভৌমত্বের শত্রুদের বিরুদ্ধে হুলিয়া মিছিল।”

মিছিল থেকে তারা স্লোগান দেন- “নূর ভাইয়ের ওপর হামলা কেন, প্রশাসন বিচার চাই।” এ সময় পুলিশকে সতর্ক অবস্থানে থাকতে দেখা যায়।

শুক্রবার সন্ধ্যায় জাতীয় পার্টি নিষিদ্ধের দাবিতে গণঅধিকার পরিষদ মিছিল বের করে। বিজয়নগর মোড়ে পৌঁছালে তাদের সঙ্গে জাতীয় পার্টির কর্মীদের সংঘর্ষ হয়। এতে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ আহত হন। এরপর মশাল মিছিলের সময় উত্তেজনা ছড়িয়ে পড়ে। শতাধিক নেতাকর্মী জাপা কার্যালয়ে আগুন দিতে এগোলে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে। ইটপাটকেল ছোড়ার ঘটনায় এক পুলিশ সদস্য আহত হন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী মোতায়েন করা হয়।

রাত সাড়ে ৯টার দিকে গণঅধিকার পরিষদ জরুরি সংবাদ সম্মেলন ডাকে। তবে সম্মেলনের আগেই যৌথবাহিনী নূরসহ নেতাকর্মীদের ওপর হামলা চালায় বলে অভিযোগ ওঠে।

হামলার পর আহতদের দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান আইন উপদেষ্টা আসিফ নজরুল ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

ঘটনার নিন্দা জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, “গণঅধিকার পরিষদের নেতাদের ওপর এ ধরনের হামলা নিন্দনীয় ও উদ্বেগজনক।”

এছাড়া প্রতিবাদ জানিয়েছে জামায়াতে ইসলামী এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিক্ষোভ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। একই সঙ্গে নুরুল হক নূরকে ফোন করে খোঁজখবর নেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।