বৃহস্পতিবার । ডিসেম্বর ১৮, ২০২৫
স্পোর্টস ডেস্ক খেলা ১ সেপ্টেম্বর ২০২৫, ১০:২৭ পূর্বাহ্ন
শেয়ার

নিশাঙ্কার সেঞ্চুরিতে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করল শ্রীলঙ্কা


nishangka২৭৭ রানের চ্যালেঞ্জিং স্কোর করেও জিততে পারলো না জিম্বাবুয়ে। হারারেতে পাথুম নিশাঙ্কার দুর্দান্ত সেঞ্চুরির ওপর ভর করে ৫ উইকেটে জয় তুলে নিলো শ্রীলঙ্কা। এর মাধ্যমে দুই ম্যাচ সিরিজে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করল সফরকারীরা।

জিম্বাবুয়ের ছুঁড়ে দেওয়া ২৭৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে পাথুম নিশাঙ্কা ও নুয়ানিদু ফার্নান্দো ৪৮ রানের জুটি গড়ে শুরু করেছিলেন। ১৪ রান করে নুয়ানিন্দু ফার্নান্দো আউট হয়ে যান। এরপর কুশল মেন্ডিস ৫ রান করে আউট হন। সাদিরা সামারাবিক্রমা এবং পাথুম নিশঙ্কা মিলে ৭৮ রানের জুটি গড়েন। ৪৬ বলে ৩১ রানে আউট হন সামারাবিক্রমা।

এরপর ৯০ রানের জুটি গড়েন পাথুম নিশাঙ্কা এবং চারিথ আশালঙ্কা। দলীয় ২৩৬ রানের মাথায় আউট হন পাথুম নিশাঙ্কা। ১৩৬ বলে তিনি ১২২ রান করে আউট হন । ১৬টি বাউন্ডারিতে তিনি এই ইনিংস সাজান, যেখানে কোনো ছক্কার মার ছিল না।

৬১ বলে ৭১ রান করে আউট হন চারিথ আশালঙ্কা। ১৯ রানে অপরাজিত ছিলেন জানিথ লিয়ানাগে। ৫ রানে অপরাজিত ছিলেন কামিন্দু মেন্ডিস। জিম্বাবুয়ের রিচার্ড এনগারাবা ও ব্রাড ইভান্স ২টি করে উইকেট নেন। ১ উইকেট নেন আরনেস্ট মাসুকু।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ৭ উইকেট হারিয়ে ২৭৭ রান করে জিম্বাবুয়ে। বেন কারান করেন সর্বোচ্চ ৭৯ রান। ৫৯ রানে অপরাজিত থাকেন সিকান্দার রাজা। ৩৬ রান করেন ক্লাইভ মাদান্দে।

সংক্ষিপ্ত স্কোর:

জিম্বাবুয়ে – ২৭৭/৭, ৫০ ওভার (বেন কারান ৭৯, সিকান্দার রাজা ৫৯*; দুষ্মন্ত চামিরা ৩/৫২, আসিথা ফার্নান্দো ২/৬৭)

শ্রীলঙ্কা – ২৭৮/৫, ৪৯.৩ ওভার (পাথুম নিশাঙ্কা ১২২, চরিথ আসালঙ্কা ৭১; রিচার্ড নগারাভা ২/৫৩, ব্র্যাড ইভান্স ২/৫৪)

ফলাফল: শ্রীলঙ্কা ৫ উইকেটে জয়ী, ২-০ ব্যাবধানে সিরিজ জয়।