বৃহস্পতিবার । ডিসেম্বর ১৮, ২০২৫
স্পোর্টস ডেস্ক খেলা ৩ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩৯ অপরাহ্ন
শেয়ার

বৃষ্টিতে ভেসে গেল বাংলাদেশ-নেদারল্যান্ডস শেষ টি-২০


sylhet-stadiumবৃষ্টির বাধায় নেদারল্যান্ডসের বিপক্ষে শেষ টি–টোয়েন্টি ম্যাচটি পরিত্যক্ত হয়েছে। ফলে তিন ম্যাচ সিরিজে ২-০ ব্যবধানে জয় নিয়ে সিরিজ শেষ করেছে বাংলাদেশ।

বাংলাদেশ ইনিংস চলাকালীন দুই দফায় বৃষ্টি নামায় পুরো ২০ ওভার খেলা সম্ভব হয়নি। ১৮.২ ওভারে ৪ উইকেটে ১৬৪ রান সংগ্রহ করে টাইগাররা। পরে বৃষ্টি আর মাঠে খেলতে দেয়নি। ডিএল মেথড অনুযায়ী ম্যাচের ফলাফলের জন্য নেদারল্যান্ডসকে অন্তত ৫ ওভার খেলতে হতো, কিন্তু তা সম্ভব হয়নি।

দলের হয়ে সর্বোচ্চ ৭৩ রান করেন অধিনায়ক লিটন দাস। নিয়মিত ওপেনাররা বিশ্রামে থাকায় তার সঙ্গী হন সাইফ হাসান। সাইফ ৮ বলে ১২ রান করে ফিরলেও লিটন ইনিংসের শুরুতেই ঝড় তোলেন। বৃষ্টির কারণে খেলা থামার পর উইকেট কিছুটা ধীরগতির হলেও লিটন এক প্রান্ত আগলে রেখে ব্যাট চালিয়ে যান। মাত্র ২৭ বলে ফিফটি তুলে নেন তিনি এবং শেষ পর্যন্ত ৪৬ বলে ৭৩ রান করে আউট হন।

তাওহিদ হৃদয় (১৪ বলে ৯) ও শামিম হোসেন (১৯ বলে ২১) সুবিধা করতে না পারলেও শেষ দিকে নুরুল হাসান সোহান (১১ বলে অপরাজিত ২২) ও জাকের আলি (১৩ বলে অপরাজিত ২০) দ্রুত রান তোলেন।

আগের দুই ম্যাচেই ছোট লক্ষ্য তাড়া করে সহজে জিতেছিল বাংলাদেশ। আজ আগে ব্যাট করে নিজেদের ব্যাটিং শক্তি যাচাইয়ের সুযোগ পেলেও বৃষ্টিই শেষ পর্যন্ত ম্যাচের পরিণতি নির্ধারণ করে দেয়।