ঝড়ো ইনিংসে দারুণ শুরু এনে দিয়েছিলেন পাথুম নিশাঙ্কা। তবে মাঝপথে হঠাৎ ছন্দপতনে চাপে পড়ে যায় শ্রীলঙ্কা। শেষ দিকে কামিন্দু মেন্ডিসের টর্নেডো ব্যাটিংয়ে সেই চাপ উড়িয়ে জয় ছিনিয়ে নেয় লঙ্কানরা। হারারেতে বুধবার জিম্বাবুয়েকে ৪ উইকেটে হারিয়ে তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজে শুভসূচনা করেছে সফরকারীরা।
১৭৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ওপেনিং জুটিতে নিশাঙ্কা ও কামিন্দু যোগ করেন ৯৬ রান। নিশাঙ্কা খেলেন ৩২ বলে ৫৫ রানের ঝড়ো ইনিংস। তবে মাঝের ব্যাটাররা দ্রুত ফিরলে চাপ তৈরি হয় লঙ্কানদের ওপর। কিন্তু শেষ দিকে ১৬ বলে ৪ ছক্কায় অপরাজিত ৪১ রানের ইনিংস খেলে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন কামিন্দু। ৫ বল হাতে রেখেই জয় পায় শ্রীলঙ্কা।
এর আগে টসে হেরে ব্যাটিংয়ে নামা জিম্বাবুয়ে নির্ভর করে ওপেনার ইনোসেন্ট বেনেটের ওপর। তার ৫৭ বলে ৮১ রানের ফিফটিতে ভর করে নির্ধারিত ২০ ওভারে স্বাগতিকদের সংগ্রহ দাঁড়ায় ১৭৫ রান। তবে অন্য ব্যাটাররা সেভাবে সঙ্গ দিতে না পারায় রানটা প্রত্যাশার চেয়ে কম হয়ে যায়। লঙ্কানদের হয়ে দুষ্মন্ত চামিরা ৪ ওভারে ৩০ রানে নেন ৩ উইকেট।
আগামী শনিবার একই ভেন্যুতে সিরিজের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে দুই দল।
সংক্ষিপ্ত স্কোর:
জিম্বাবুয়ে: ১৭৫/৭, ২০ ওভার (ব্রায়ান বেনেত ৮১, সিকান্দার রাজা ২৮; দুশমন্তে চামিরা ৩/৩০)
শ্রীলঙ্কা: ১৭৭/৬, ১৯.১ ওভার (নিশাঙ্কা ৫৫, কামিন্দু ৪১*, কুশল মেন্ডিস ৩৮; এনগারাভা ২/১৯)
ফল: শ্রীলঙ্কা ৪ উইকেটে জয়ী। ম্যাচ সেরা: কুশল মেন্ডিস।







































