শনিবার । ডিসেম্বর ২০, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজধানী ৪ সেপ্টেম্বর ২০২৫, ৩:০১ অপরাহ্ন
শেয়ার

পাসপোর্ট অফিসের বাইরে পাসপোর্ট সেবা চালু


Passport

দেশে প্রথমবারের মতো পাসপোর্ট অফিসের বাইরে নাগরিক সেবা কেন্দ্রে পাসপোর্ট আবেদন ও নবায়ন সেবা চালু হয়েছে। রাজধানীর গুলশান-১ এ এ সেবা উদ্বোধন করেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী। এসময় আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।

নাগরিক সেবা কেন্দ্রের মাধ্যমে বর্তমানে পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, জন্ম ও মৃত্যু নিবন্ধন, এনআইডি ও ভূমি নামজারিসহ সরকারি অফিসের মোট ৪০০ ধরনের সেবা দেওয়া হচ্ছে। চলতি মাসের শেষে ঢাকার গুলশান, উত্তরা, নীলক্ষেত, রমনা, মোহাম্মদপুর ও বনশ্রীতে একযোগে ১০টি পাইলট কেন্দ্র চালু হবে।

প্রকল্পটির মাধ্যমে ন্যাশনাল এপিআই কানেক্টিভিটি হাব গড়ে উঠবে, যেখানে সব সরকারি সেবা এক প্ল্যাটফর্মে পাওয়া যাবে। এটি দেশের প্রথম সিটিজেন সার্ভিস কানেক্টিভিটি হাব।