শনিবার । ডিসেম্বর ২০, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজধানী ১০ সেপ্টেম্বর ২০২৫, ১:৫৩ অপরাহ্ন
শেয়ার

নিজ হাতে ভোট দিলাম, আমার ভোট গেলো কই!


DUCSU Vote

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে ভোটগ্রহণের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন স্বতন্ত্র প্যানেলের সদস্য পদপ্রার্থী মো. সজীব হোসেন।

বুধবার (১০ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে এমন প্রশ্ন তুলে মো. সজীব হোসেন বলেন, আমি শহীদুল্লাহ হলের ছাত্র। ভোট দেই কার্জন হলে। যেখানে তিনটি প্রধান পদ অর্থাৎ ভিপি পদ প্রার্থী আবিদ, জিএস পদে সম্রাট ও এজিএস পদে আশিকুর রহমান জীমকে ভোট দেই। যার মধ্যে জিএস সম্রাটের ভোট ০ দেখানো হয়। আমার প্রশ্ন হচ্ছে, নিজ হাতে ভোট দিলাম, আমার সেই ভোট গেল কই?

ব্যালট পেপার যদি বাতিল হয় সেটা উপস্থাপন করতে হবে, কারণ বাতিল হওয়ার কথা নয় বলেও জানান তিনি।