বৃহস্পতিবার । ডিসেম্বর ১৮, ২০২৫
স্পোর্টস ডেস্ক খেলা ১৩ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩২ অপরাহ্ন
শেয়ার

বিপর্যয় কাটিয়ে লড়াকু সংগ্রহ বাংলাদেশের


bangladesh-srilankaএশিয়া কাপে ‘বি’ গ্রুপের দ্বিতীয় ম্যাচে আজ শনিবার (১৩ সেপ্টেম্বর) রাতে শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ভয়াবহ বিপর্যয়ে পড়ে টাইগাররা।

দলীয় খাতায় কোনো রান যোগ হওয়ার আগেই সাজঘরে ফেরেন দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমন। এরপর ১১ রানে তৃতীয় এবং ৩৮ রানে চতুর্থ উইকেট হারিয়ে ব্যাটিং ধসের মুখে পড়ে বাংলাদেশ। তখন মনে হচ্ছিল দলটি ১০০ রানের আগেই অলআউট হয়ে যাবে।

কিন্তু পরিস্থিতি সামাল দেন লিটন দাস, তৌহিদ হৃদয় ও জাকের আলী। লিটন ২৬ বলে ৪ চার মেরে ২৮ রান করে আউট হলেও দলের হাল ধরেন হৃদয় ও জাকের। দুজন মিলে ষষ্ঠ উইকেটে অবিচ্ছিন্ন ৮৬ রানের জুটি গড়ে দলকে বিপর্যয় থেকে উদ্ধার করেন।

জাকের আলী শেষ পর্যন্ত ৩৪ বলে ৩ চার ও ১ ছক্কায় সর্বোচ্চ অপরাজিত ৪২ রান করেন। তৌহিদ হৃদয় খেলেন ৩৪ বলে অপরাজিত ৪১ রানের ইনিংস। তাদের ব্যাটিংয়ে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৩৯ রানের লড়াকু সংগ্রহ পায় বাংলাদেশ। জিততে হলে শ্রীলঙ্কাকে করতে হবে ১৪০ রান।

বল হাতে শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা ৪ ওভারে ২৫ রান দিয়ে ২ উইকেট নেন। নুয়ান থুশারা ও দুশমান্থে চামিরা নেন ১টি করে উইকেট।