বৃহস্পতিবার । ডিসেম্বর ১৮, ২০২৫
স্পোর্টস ডেস্ক খেলা ১৫ সেপ্টেম্বর ২০২৫, ৭:৫০ অপরাহ্ন
শেয়ার

করমর্দন বিতর্কে ম্যাচ রেফারিকে সরানোর দাবি পিসিবির


ind-pakদুবাইয়ে অনুষ্ঠিত এশিয়া কাপের ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে করমর্দন বিতর্ক তীব্র আকার নিয়েছে। এ ঘটনায় এবার সরাসরি ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

সোমবার (১৫ সেপ্টেম্বর) এক বিবৃতিতে পিসিবি জানায়, পাইক্রফট আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) আচরণবিধি ভঙ্গ করেছেন। তাই তাঁকে তাৎক্ষণিকভাবে এশিয়া কাপ থেকে সরিয়ে দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

ম্যাচ শেষে ভারতীয় খেলোয়াড়রা পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে করমর্দন না করায় বিষয়টি আন্তর্জাতিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে। এ ঘটনায় পিসিবি আনুষ্ঠানিকভাবে আইসিসির কাছে অভিযোগ জমা দিয়েছে এবং বিষয়টি এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) কাছেও তোলে।

পিসিবি চেয়ারম্যান ও এসিসির প্রধান মোহসিন নকভি সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, আমরা ম্যাচ রেফারির বিরুদ্ধে আইসিসির আচরণবিধি ও এমসিসির স্পিরিট অব ক্রিকেট আইন ভঙ্গের অভিযোগ তুলেছি। তাঁকে যেন দ্রুত এশিয়া কাপ থেকে সরানো হয়।

পিসিবির দাবি, ভারতীয় দলের আচরণ ছিল অক্রীড়াসুলভ। দলীয় ম্যানেজার নাভিদ চীমা এ নিয়ে তীব্র আপত্তি জানালে প্রতিবাদস্বরূপ পাকিস্তান ম্যাচ–পরবর্তী অনুষ্ঠানে অধিনায়ককে পাঠায়নি।

অন্যদিকে, ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব বলেছেন, পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে হাত না মেলানো ছিল জম্মু–কাশ্মীরে নিহতদের পরিবারের প্রতি শ্রদ্ধা ও সংহতির প্রকাশ। এপ্রিল মাসে পাহালগামে পাকিস্তান–সমর্থিত সন্ত্রাসীদের হামলায় ২৬ জন ভারতীয় পর্যটক নিহত হওয়ার পর এটাই ছিল দুই দলের প্রথম মুখোমুখি লড়াই।