জিততে হলে শুরুটা ভালো দরকার ছিল ওমানের। তবে ১৭৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ব্যাটিং ধসে পড়ে তারা। পাওয়ার প্লেতে ৪ উইকেট হারানো দলটি আর ঘুরে দাঁড়াতে পারেনি। শেষ পর্যন্ত ১৩০ রানে অলআউট হয়ে যায় ওমান। ফলে আবুধাবিতে ৪২ রানের পরাজয় বরণ করে নিতে হয় তাদের, যা টানা দ্বিতীয় হার। বিপরীতে এশিয়া কাপে প্রথম জয় তুলে নিয়েছে সংযুক্ত আরব আমিরাত।
ওমানের হয়ে যতিন্দর সিং (২০), আরিয়ান বিস্ট (২৪) ও বিনায়ক শুক্লা (২০) ছোট্ট ইনিংস খেলে পরাজয়ের ব্যবধান কিছুটা কমান। তবে বোলিং আক্রমণে এগিয়ে ছিল আমিরাত। দলটির হয়ে জুনাঈদ সিদ্দিকী দাপট দেখান বল হাতে। মাত্র ২৩ রানে নেন সর্বোচ্চ ৪ উইকেট।
এর আগে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৭২ রান করে স্বাগতিক আমিরাত। ইনিংসে জোড়া ফিফটি আসে আলিশান শরাফু ও অধিনায়ক মুহাম্মদ ওয়াসিমের ব্যাট থেকে। শরাফু ৩৮ বলে ৫১ রানের ইনিংস খেলেন ৭ চার ও ১ ছক্কায়। অপরদিকে ওয়াসিম ৬ চার ও ৩ ছক্কায় করেন সর্বোচ্চ ৬৯ রান, সামনে থেকে নেতৃত্ব দিয়ে দলকে বড় সংগ্রহ এনে দেন তিনি।








































