এশিয়া কাপ টি-টোয়েন্টিতে আজ বাংলাদেশের সামনে ডু অর ডাই ম্যাচ। জিততে পারলে টিকে থাকবে সম্ভাবনা, হারলেই বিদায় একপ্রকার নিশ্চিত। তাই আবুধাবিতে মঙ্গলবার রাত সাড়ে আটটায় আফগানিস্তানের বিপক্ষে নামতে যাচ্ছে লিটন দাসের দল বাঁচা-মরার লড়াইয়ে।
টি-টোয়েন্টি ক্রিকেটে আফগানিস্তান এখন অনেকটাই এগিয়ে, আর বাংলাদেশ এখনও পিছিয়ে আছে অভিজ্ঞতার ঘাটতিতে। অথচ ২০১৪ সালে মিরপুরে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের প্রথম দেখা হয়েছিল ৯ উইকেটের বড় জয়ে। সেখান থেকে অনেকটাই পাল্টে গেছে হিসাব—এখন উল্টো বাংলাদেশই আন্ডারডগ।
মুখোমুখি লড়াইয়ে দুই দল খেলেছে ১২ ম্যাচ, এর মধ্যে ৭টিতেই জয় আফগানিস্তানের। গত বছর জুনে কিংসটাউনে তাদের কাছেই হেরে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছিল টাইগাররা। সেই আফগানিস্তান এবারও শক্তিশালী ফর্মে—হংকংয়ের বিপক্ষে বড় জয়ে রানরেটও বাড়িয়েছে তারা।
অন্যদিকে বাংলাদেশ জিতেছিল হংকংয়ের বিপক্ষে, কিন্তু লঙ্কানদের কাছে হারের পর কঠিন সমীকরণের সামনে দাঁড়িয়ে লিটন দাসরা। এখন শুধু আফগানিস্তানকে হারালেই হবে না, প্রার্থনা করতে হবে যেন শ্রীলঙ্কাও আফগানদের হারায়।
তবে সব জটিল হিসাব-নিকাশের আগে মূল লক্ষ্য একটাই—আজ জিততেই হবে। আফগানবধ করতে না পারলে গ্রুপপর্ব থেকেই বিদায় নিতে হবে টাইগারদের। লিটন দাসরা কি পারবেন সেই মিশনে সফল হতে? নাকি আবারও হতাশা নিয়েই ফিরতে হবে? উত্তর মিলবে আজ রাতেই।








































