বৃহস্পতিবার । ডিসেম্বর ১৮, ২০২৫
স্পোর্টস ডেস্ক খেলা ১৭ সেপ্টেম্বর ২০২৫, ৯:৩২ অপরাহ্ন
শেয়ার

এশিয়া কাপ: টস হেরে ব্যাটিংয়ে পাকিস্তান


pakistan

ফাইল ছবি

এশিয়া কাপে টিকে থাকার লড়াইয়ে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে পাকিস্তান ও স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত। বুধবার (১৭ নভেম্বর) বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টায় শুরু হওয়া ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় আমিরাত। ফলে ব্যাটিংয়ে নেমেছে পাকিস্তান।

দুই দলের জন্যই ম্যাচটি বাঁচামরার। জয়ী দল জায়গা করে নেবে এশিয়া কাপ টি-টোয়েন্টির সুপার ফোরে, আর পরাজিত দল বিদায় নেবে আসর থেকে। পাকিস্তান ও আমিরাত দুই দলই সমান দুই ম্যাচে এক জয় নিয়ে ২ পয়েন্ট সংগ্রহ করেছে। তবে রানরেটে এগিয়ে আছে পাকিস্তান।

হ্যান্ডশেক বিতর্ককে কেন্দ্র করে ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটকে সরানোর দাবি তোলে পাকিস্তান দল। এমনকি ম্যাচ বয়কটের সিদ্ধান্তও নিয়েছিল তারা। তবে শেষ পর্যন্ত সমাধান আসে। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এক বিবৃতিতে জানায়, পাইক্রফট পাকিস্তান দলের ম্যানেজার ও অধিনায়কের কাছে দুঃখ প্রকাশ করেছেন। এরপরই খেলতে রাজি হয় পাকিস্তান।

এর আগে নির্ধারিত সূচি অনুযায়ী বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে মাঠে নামার কথা ছিল পাকিস্তানের। কিন্তু টিম ম্যানেজমেন্টের নির্দেশে ক্রিকেটাররা হোটেল ছাড়েননি। নিয়ম অনুযায়ী ম্যাচ শুরুর দুই ঘণ্টা আগে মাঠে পৌঁছায়নি তারা। ফলে খেলা এক ঘণ্টা পিছিয়ে দিয়ে নতুন সময় নির্ধারণ করা হয় বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টা।

আরব আমিরাত একাদশ: আলিশান শরাফু, মুহাম্মদ ওয়াসিম (অধিনায়ক), আসিফ খান, মুহাম্মদ জোহাইব, হর্ষিত কৌশিক, রাহুল চোপড়া, ধ্রুব পরাশর, হায়দার আলি, সিমরনজিৎ সিং, জুনাইদ সিদ্দিক ও মুহাম্মদ রোহিদ।

পাকিস্তান একাদশ: সাইম আইয়ুব, সাহিবজাদা ফারহান, মোহাম্মদ হারিস, ফখর জামান, সালমান আলি আগা (অধিনায়ক), হাসান নওয়াজ, মোহাম্মদ নওয়াজ, খুশদিল শাহ, শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফ ও আবরার আহমেদ।