শনিবার । ডিসেম্বর ২০, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজধানী ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১:৪২ অপরাহ্ন
শেয়ার

বিমসটেক ইয়াং লিডার্স সামিটে অংশ নিলো বাংলাদেশের ১০ তরুণ


BIMSTEC

গেলো ৯ থেকে ১১ সেপ্টেম্বর ভারতের আসাম রাজ্যের গৌহাটিতে অনুষ্ঠিত হলো বিমসটেক ইয়াং লিডার্স সামিটের দ্বিতীয় আসর। ভারতের সরকারের আয়োজনে অনুষ্ঠিত এই সম্মেলনে বাংলাদেশ থেকে অন্তর্বর্তীকালীন সরকারের মনোনীত ১০ তরুণ প্রতিনিধি অংশ নেন।

চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের গুজরাটের গান্ধীনগরে প্রথম ইয়াং লিডার্স সামিট অনুষ্ঠিত হয়েছিল। সেখানেও বাংলাদেশ থেকে একই সংখ্যক প্রতিনিধি যোগ দিয়েছিলেন।

সম্মেলনে বে অব বেঙ্গল অঞ্চলের তরুণ নেতৃত্বকে আরও ঘনিষ্ঠভাবে সহযোগিতা ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের জন্য একত্রিত হওয়ার ওপর জোর দেওয়া হয়। বিশেষভাবে উত্তর-পূর্ব ভারতের কৌশলগত গুরুত্বের কথা উল্লেখ করা হয়, যা বিমসটেকভুক্ত দেশগুলোর সামাজিক ও অর্থনৈতিক সংহতি বৃদ্ধিতে সেতুবন্ধনের ভূমিকা রাখতে পারে।

বিমসটেক ইয়াং লিডার্স সামিট ভারতের প্রধানমন্ত্রী ঘোষিত ২১ দফা কর্মপরিকল্পনার অংশ। ভারত স্কাউটস অ্যান্ড গাইডস-এর সহযোগিতায় আয়োজিত এ অনুষ্ঠানের উদ্বোধন করেন আসামের রাজ্যপাল। সম্মেলনে বিমসটেকভুক্ত সাত দেশের ৮০ জনেরও বেশি তরুণ নেতা অংশগ্রহণ করেন।

বাংলাদেশি প্রতিনিধিদলের সঙ্গে ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা। তরুণ প্রতিনিধিদের মধ্যে ছিলেন উদ্যোক্তা, আইনজীবী, জাদুঘর কিউরেটর, সামাজিক ও রাজনৈতিক কর্মীসহ বিভিন্ন ক্ষেত্রের প্রতিনিধি।