
টাঙ্গাইলের মির্জাপুরে পূজামণ্ডপ পরিদর্শন করেন আমীর খসরু মাহমুদ চৌধুরী
বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, জনগণ যদি নির্বাচনে রায় দেয়, তবে শিল্পখাতে হারানো কর্মসংস্থান ফিরিয়ে আনা এবং নতুন কর্মসংস্থান তৈরির উদ্যোগ নেওয়া হবে। আগামী ১৮ মাসে ১ কোটি কর্মসংস্থান সৃষ্টির বিস্তারিত পরিকল্পনা বিএনপি হাতে নিয়েছে।
বুধবার সন্ধ্যায় টাঙ্গাইলের মির্জাপুরে রনদা প্রসাদ সাহার দুর্গা মন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, পিআর পদ্ধতির নির্বাচন চাইলে তা জনগণের ম্যান্ডেট নিয়েই আনতে হবে। আগামী নির্বাচন যথাসময়ে হবে, জনগণ নির্বাচিত সরকার দেখতে চায়। সরকার ও জনগণের মধ্যে সেতুবন্ধন না থাকায় নানা সমস্যার সৃষ্টি হয়েছে। নির্বাচন হলে দেশে অর্থনৈতিক পরিবর্তন আসবে, রপ্তানি-আমদানি বৃদ্ধি পাবে, আইনশৃঙ্খলা ও স্বাস্থ্যসেবার উন্নতি ঘটবে।
আমীর খসরু জানান, দুই কক্ষ বিশিষ্ট সংসদের প্রস্তাব বিএনপি অনেক আগে থেকেই দিয়ে আসছে। আট বছর আগে প্রস্তাব দেওয়া হলেও তিন বছর আগে ৩১ দফার মধ্যেও তা পুনরায় উল্লেখ করা হয়েছে।
এ সময় টাঙ্গাইল জেলা বিএনপি’র সভাপতি হাসানুজ্জামিল শাহীন, সাধারণ সম্পাদক ফরহাদ ইকবালসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।







































