
দলের পক্ষে সর্বোচ্চ ৪০ রান করেন রহমানুল্লাহ গুরবাজ
শারজায় তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশকে ১৫২ রানের টার্গেট দিয়েছে আফগানিস্তান। টস জিতে শুরুতে ব্যাটিং করে ৯ উইকেট হারিয়ে ১৫১ রান তুলে রশিদ খানের দল। সর্বোচ্চ ৪০ রান করেন রহমানউল্লাহ গুরবাজ। ৩৮ রান করেন মোহাম্মদ নবী।
আফগানিস্তানের ইনিংসে প্রথম উইকেটের পতন হয় দলীয় ২৫ রানে। ইব্রাহিম জাদরানকে আউট করে প্রথম আঘাত হানেন নাসুম আহমেদ। এরপর ছয় রানের মাথায় সেদিকুল্লাহ আতাল ও দারউইশ রাসুলিকে ফেরেন। ৪০ রান করা গুরবাজকে আউট করে নিজের দ্বিতীয় উইকেট শিকার করেন তানজিম হাসান সাকিব।
শেষ দিকে মোহাম্মদ নবীর ২৫ বলে ৩৮ রান ও শরফুদ্দীন আশরাফের অপরাজিত ১৭ রানে ভর করে ১৫১ তোলে আফগানরা।
বাংলাদেশের হয়ে দুটি করে উইকেট নেন তানজিম সাকিব ও রিশাদ হোসেন। একটি করে উইকেট শিকার করেন মুস্তাফিজ, তাসকিন ও নাসুম আহমেদ।





































