
রাজধানীর মিরপুরের সেনপাড়া এলাকায় আলিফ পরিবহনের একটি বাসে গুলি চালিয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার (৩ অক্টোবর) সকাল ৭টার দিকে মেট্রোরেলের ২৬৬ নম্বর পিলারের কাছে এ ঘটনা ঘটে।
ঢাকা মহানগর পুলিশের কাফরুল থানার ওসি মো. আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি জানান, বাসচালক, সহকারী ও যাত্রীদের বরাতে জানা গেছে- সেনপাড়া এলাকায় কয়েকজন ব্যক্তি হাত ইশারায় বাসটিকে থামান। বাস থামানো হলে দুর্বৃত্তরা চালক ও সহকারীকে পিটিয়ে নামিয়ে দেয়। আতঙ্কে যাত্রীরাও বাস থেকে নেমে পড়েন। পরে তারা বাসের সামনের গ্লাসে কয়েক রাউন্ড গুলি চালিয়ে আগুন ধরিয়ে দেয়।
মিরপুর বিভাগের উপপুলিশ কমিশনার মোহাম্মদ মাকছুদুর রহমান বলেন, সম্প্রতি আলিফ পরিবহন থেকে কিছু কর্মীকে ছাঁটাই করা হয়েছে। ধারণা করা হচ্ছে, ক্ষুব্ধ হয়ে ওই কর্মীদের একটি অংশ এই ঘটনা ঘটিয়ে থাকতে পারে।
তিনি আরও জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। তদন্ত শেষ হলে প্রকৃত কারণ ও দায়ীদের শনাক্ত করা সম্ভব হবে।







































