
টস জিতে ব্যাটিং নিয়েছে আফগানিস্তান
টি-টোয়েন্টিতে আফগানিস্তানকে ধবলধোলাই করলেও ওয়ানডে সিরিজের শুরুটা হারে হয়েছে বাংলাদেশের। তাই আজ সিরিজ বাঁচাতে জয়ের কোনো বিকল্প নেই টাইগারদের সামনে।
সিরিজ বাঁচানোর লক্ষ্যে আজ আবুধাবিতে টস হেরে ফিল্ডিং পেয়েছে বাংলাদেশ। ফলে আগে ব্যাট করছে আফগানরা। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেওয়ার বিষয়ে আফগানিস্তানের অধিনায়ক হাসমতউল্লাহ শহীদি জানিয়েছেন, উইকেট আগে ব্যাটিং করার জন্য ভালো মনে হচ্ছে। টস জিতলে বাংলাদেশও ব্যাটিং করত বলে জানিয়েছেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।
একাদশে দুটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। তাসকিন আহমেদ ও হাসান মাহমুদের জায়গায় ফিরেছেন মুস্তাফিজুর রহমান ও রিশাদ হোসেন। অন্যদিকে আফগানিস্তান অপরিবর্তিত একাদশ নিয়েই খেলছে।
বাংলাদেশের একাদশ: তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তাওহিদ হৃদয়, জাকের আলী, নুরুল হাসান সোহান, তানভীর ইসলাম, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান ও তানজিম হাসান সাকিব।
আফগানিস্তানের একাদশ: রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, সেদিকউল্লাহ আতাল, রহমত শাহ, হাশমতউল্লাহ শহীদি (অধিনায়ক), আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবী, রশিদ খান, নানগেওয়ালিয়া খারোতে, এএম গাজানফার ও বশির আহমেদ।





































