বুধবার । ডিসেম্বর ১৭, ২০২৫
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ১১ অক্টোবর ২০২৫, ১০:৩৫ অপরাহ্ন
শেয়ার

ভারতে আফগান পররাষ্ট্রমন্ত্রীর সংবাদ সম্মেলনে ঢুকতে পারেননি নারী সাংবাদিকরা


Afgan-minister

দিল্লিতে অনুষ্ঠিত আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুতাক্কির সংবাদ সম্মেলনে কোনো নারী সাংবাদিককে অংশ নিতে না দেওয়ায় বিতর্কের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় সমালোচনার মুখে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ওই সংবাদ সম্মেলনে ভারতের কোনো ভূমিকা ছিল না।

শুক্রবার আফগান দূতাবাসে আয়োজিত ওই সংবাদ সম্মেলনে কোনো নারী সাংবাদিককে দেখা যায়নি। অভিযোগ রয়েছে, কয়েকজন নারী সাংবাদিককে প্রবেশ করতে দেওয়া হয়নি। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক সাংবাদিক এ ঘটনার নিন্দা জানান এবং উল্লেখ করেন, উপস্থিত সব নারী সাংবাদিক পোশাকবিধি মেনে এসেছিলেন।

শনিবার এক বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সংবাদ সম্মেলনের আমন্ত্রণ পাঠানো হয়েছিল আফগানিস্তানের মুম্বাই কনসাল জেনারেল কার্যালয় থেকে, আফগান দূতাবাসের কার্যক্রম ভারতের সরকারের আওতার বাইরে।

আফগানিস্তানে তালেবান সরকার নারীদের ওপর বিভিন্ন নিষেধাজ্ঞা আরোপের জন্য পরিচিত। সম্প্রতি তারা বিশ্ববিদ্যালয়ে নারীদের রচিত বই নিষিদ্ধ করেছে এবং ১৮টি কোর্স পাঠ্যক্রম থেকে বাদ দিয়েছে, যার মধ্যে ছিল নারী সমাজতত্ত্ব, মানবাধিকার, ও সংবিধান আইন।

নারী সাংবাদিকদের প্রবেশ করতে না দেওয়ার ঘটনা নিয়ে ভারতের বিরোধী নেতারা সরকারের অবস্থান প্রশ্নবিদ্ধ করেছেন। বিরোধী দলীয় নেতা কংগ্রেসের রাহুল গান্ধী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ইঙ্গিত করে বলেছেন, যখন আপনি নারী সাংবাদিকদের জনসমক্ষে বাদ পড়তে দেন, তখন আপনি দেশের প্রতিটি নারীকে জানিয়ে দেন যে, আপনি তাদের জন্য দাঁড়ানোর মতো সাহসী নন।

ওদিকে কংগ্রেসের আরেক নেতা প্রিয়াঙ্কা গান্ধী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‌‘ঘটনার বিষয়ে স্পষ্ট অবস্থান নিতে’ আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ভারতের নারীরা আমাদের গর্ব। তাদের প্রতি এমন অবমাননা কীভাবে দেশে ঘটতে দেওয়া হলো?