নারী ওয়ানডে বিশ্বকাপে নিজেদের চতুর্থ ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হয়েছে বাংলাদেশ নারী দল। সোমবার (১৩ অক্টোবর) ভারতের বিশাখাপত্নমে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় নিগার সুলতানার নেতৃত্বাধীন বাংলাদেশ। নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে তারা তোলে ২৩২ রান। ফলে জয়ের জন্য দক্ষিণ আফ্রিকার মেয়েদের করতে হবে ২৩৩ রান।
টসে জিতে ব্যাট করতে নামা বাংলাদেশের শুরুটা ছিল ধীরগতির, তবে শেষটা ছিল দারুণ ঝড়ো। শুরুতে উইকেট ধরে রেখে পরের দিকে রানের গতি বাড়ায় দলটি। প্রথম ৩০ ওভারে যেখানে বাংলাদেশের রান ছিল ১০০, শেষ ২০ ওভারে সেখান থেকে তারা যোগ করে আরও ১৩২ রান।
এই ফিনিশিংয়ের নায়িকা স্বর্ণা আক্তার। পাঁচে নেমে মাত্র ৩৫ বলে ৫১ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি, ইনিংসে ছিল সমান ৩টি করে চার ও ছয়। এই ইনিংস খেলার পথে তিনি গড়েছেন রেকর্ড—এবারের বিশ্বকাপে সবচেয়ে দ্রুত (৩৪ বলে) ফিফটি করার কৃতিত্ব এখন স্বর্ণার দখলে। তিনি পেছনে ফেলেছেন ভারতের বিপক্ষে আগের দিন ৩৫ বলে ফিফটি করা অ্যালিসা হিলিকে। এ ছাড়া এটি বাংলাদেশের নারী ওয়ানডে ইতিহাসেও দ্রুততম ফিফটি। আগের রেকর্ড ছিল নিগার সুলতানা জ্যোতির ৩৯ বলে।
আরেক হাফসেঞ্চুরিয়ান শারমিন আক্তার সুপ্তা ছিলেন ইনিংসের মেরুদণ্ড। ৭৭ বলে ৬ চারে ৫০ রান করে রানআউট হন তিনি। তৃতীয় উইকেটে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির সঙ্গে ৭৭ রানের জুটি গড়েন, জ্যোতি আউট হন ৩২ রানে।
এর আগে ওপেনিংয়ে ৫৩ রানের জুটি গড়েন ফারজানা হক ও রুবাইয়া হায়দার ঝিলিক। ঝিলিক করেন ২৫ ও ফারজানা ৩০ রান। ইনিংসের শেষ দিকে রিতু মণি ৮ বলে অপরাজিত ১৯ রানের ঝোড়ো ইনিংস খেলে দলের সংগ্রহ আরও বাড়িয়ে দেন। দক্ষিণ আফ্রিকার হয়ে ননকুলুলেকো ম্লাবা ১০ ওভারে ৪২ রানে ২টি উইকেট নেন।
আগের তিন ম্যাচে দুটি জয় নিয়ে দক্ষিণ আফ্রিকা টেবিলের চতুর্থ স্থানে রয়েছে, অন্যদিকে একটি জয় ও দুটি পরাজয়ে ২ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে রয়েছে বাংলাদেশ। আজকের ম্যাচ জিতে পয়েন্ট তালিকায় নিজেদের অবস্থান আরও মজবুত করতে চায় বাংলাদেশ নারী দল।






































